হায়দরাবাদ:বছর শেষ হতে আর মাত্র আর কিছুদিন ৷ পুরনো বছরের সব কিছু সরিয়ে আবার নতুন কিছু শুরুর অপেক্ষায় বিশ্ববাসী ৷ নতুন বছর কবে ও কতগুলি গ্রহণ তা নিয়ে কৌতুহলের শেষ নেই ৷ মনে করা হয়, সূর্য ও চন্দ্রগ্রহণ বৈজ্ঞানিক কারণে হলেও তা মানব জীবনে প্রভাব পড়ে ৷ গ্রহণ রাশিচক্রকেও প্রভাবিত করে বলে মনে করেন জ্যোতির্বিজ্ঞানীরা ৷ সূর্য, চাঁদ ও পৃথিবী এক সরলরেখায় অবস্থান করলে গ্রহণ হয় ৷ জানিয়ে রাখি, নতুন বছর শুরুর কয়েকমাসের মধ্যেই বছরের প্রথম সূর্য গ্রহণ ৷
2025 সালে কতগুলি সূর্যগ্রহণ: পৃথিবী, চাঁদ ও সূর্য এক সরল রেখায় চলে এলে, চাঁদের ছায়ায় সূর্যের উপর পড়ে ৷ তখন হয় সূর্যগ্রহণ ৷ পৃথিবীর কোনও কোনও অংশ থেকে পূর্ণগ্রাস গ্রহণ আবার কোনও অংশে আংশিক গ্রহণ দেখা যায় ৷ এটি সাধারণত অমাবস্যার দিনে হলেও, প্রতিটি অমাবস্যায় গ্রহণ হয় না । আগামী বছর দু’টি সূর্যগ্রহণ হবে বলে জানা গিয়েছে ।
নতুন বছরে গ্রহণের সময়:2025 সালের প্রথম সূর্যগ্রহণ 29 মার্চ ৷ শুরু হবে ভারতীয় সময়ে দুপুর 2টো 20 মিনিট থেকে এবং সন্ধ্যা 6টা 13 মিনিট পর্যন্ত চলবে । এটি আংশিক সূর্যগ্রহণ । 2025 সালে, 21 সেপ্টেম্বর বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে । এটিও আংশিক সূর্যগ্রহণ। তবে দু’টি ভারত থেকে দেখা যাবে না ৷