পশ্চিমবঙ্গ

west bengal

হৃদয় নয় ভালোবাসার সিগন্যাল দেয় মস্তিস্ক, আপনি কী সেটা বুঝতে পারেন... - Love Lights in Brain

By ETV Bharat Tech Team

Published : Aug 30, 2024, 11:33 AM IST

Love Affects Human Brain: 'তুমি রবে নিরবে/ হৃদয়ে মম' গানে ভালোবাসার মানুষের স্থান হৃদয়ে হলেও, ভালোবাসার বার্তা দেয় মস্তিস্ক ৷ প্রিয় পোষ্য, বাবা-মা, প্রেমিক-প্রেমিকা এমনকী প্রকৃতির প্রতি ভালোবাসা অনুভূতিও নিয়ন্ত্রণ করে মস্তিস্কের একএকটি অংশ ৷ ফিনল্যান্ডের আল্টো ইউনিভার্সিটির গবেষণায় উঠে এসেছে এই তথ্য ৷

Love Affects Human Brain
ডায়াগ্রাম দেখানো হচ্ছে কীভাবে প্রেম মানুষের মস্তিষ্ককে প্রভাবিত করে ( (Pärtyli Rinne et al 2024, Aalto University)

লন্ডন:কথায় বলে প্রেমে পড়লে বুদ্ধি লোপ পায়, এটা কী শুধু কথার কথা নাকি সত্যি কোনও নির্দিষ্ট গবেষণায় তা প্রমাণিত হয়নি ৷ তবে ভালোবাসার সিগন্যাল যে মস্তিস্ক থেকে পৌঁছায় তা প্রমাণিত ৷ শুধু তাই নয়, মস্তিস্কের একএকটি অংশ ব্যক্তি বিশেষে ভালোবাসার প্রকার ভেদ করে ৷ এই ভালোবাসা ছ‘রকমের হয় ৷ ফাংশনাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (fMRI) নামে একটি প্রযুক্তি ব্যবহার করেন মস্তিষ্কের কার্যকলাপ খতিয়ে দেখেন আল্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৷

গবেষণার তথ্য:বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বার্তা দেয় মস্তিস্কের একটি অংশ, সেইরকমই পোষ্য়ের প্রতি ভালোবাসা জাগায় অন্য আর একটি অংশ আবার প্রেমিক-প্রেমিকার প্রতি ভালোবাসা সৃষ্টি করে মাথার আর এক অংশ ৷ শুনলে আশ্চর্য মনে হলেও, প্রকৃতির প্রতি ভালোবাসা নিয়ন্ত্রণ করে মাথা ৷ ফিনল্যান্ডের আল্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণায় এই তথ্য সামনে এসেছে ৷

Functional Magnetic Resonance Imaging:সম্প্রতি, এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ফাংশনাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (fMRI) নামে একটি প্রযুক্তি ব্যবহার করেন মস্তিষ্কের কার্যকলাপ খতিয়ে দেখতে ৷ সেই গবেষণায় উঠে এসেছে মানুষের মধ্যে রয়েছে ছ‘ধরনের ভালোবাসার প্রবণতা ৷ আর এই ভালোবাসার প্রকারভেদ নিয়ন্ত্রণ করে মাথা ৷ প্রিয় পোষ্য থেকে শুরু করে বাবা-মা এবং প্রমিক-প্রেমিকার প্রতি ভালোবাসার অনুভূতি প্রকাশ মস্তিস্কের বিভিন্ন অংশদ্বারা নিয়ন্ত্রিত হয় ৷

মাথার কোনও অংশ বাবা-মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে: দার্শনিক এবং গবেষক পার্টিলি রিনের মতে, "ব্যক্তি বিশেষে ভালোবাসার সংগা ভিন্ন, তাই সেই সংকেত আসে মস্তিস্কের ভিন্ন অংশ থেকে ৷ কোনও ব্য়ক্তির মধ্যে ভালোবাসার অনুভূতি সৃষ্টি হলে মস্তিষ্কের বেসাল গ্যাংলিয়া, কপালের মধ্যরেখা, প্রিকিউনিয়াস এবং মাথার পিছনের টেম্পোরোপারিয়েটাল অংশগুলিতে একটি সংকেত যায়।" গবেষণায় দেখা গিয়েছে, পিতামাতার প্রতি ভালবাসা অনুভূতি প্রাকাশে মস্তিস্কে এই সমস্ত অংশ সবচেয়ে বেশি উচ্ছ্বস্বিত হয় ৷ গবেষক রিনের কথায়, "প্রেমের সম্পর্কে থেকেই বেশি আবেগ প্রবণ হয় এই অংশ ৷"

প্রিয় পোষ্য, প্রমিক-প্রেমিকা ও প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশ:প্রেমিক-প্রমিকা, বন্ধু, অপরিচিত ব্যক্তি ও প্রিয় পোষ্যেকে ভালোবাসার বার্তা মস্তিস্কের কোন অংশ থেকে আসে তা নিয়ে একটি গবেষণা হয়েছে ৷ সেই তথ্য় অক্সফোর্ড ইউনিভার্সিটি সেরিব্রাল কর্টেক্স জার্নালে প্রকাশিত হয়েছিল। গবেষণায় দেখা গিয়েছে, যে মাথার কার্যকলাপ শুধুমাত্র ভালোবাসার বস্তু বা ব্যক্তির সান্নিধ্য দ্বারা প্রভাবিত হয় না, এটি নির্দিষ্ট ব্য়ক্তি, প্রজাতি, প্রাণী ও প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়।

আশ্চর্যের বিষয় নয়, অপরিচিতদের প্রতি সহানুভূতিশীল ভালবাসা ঘনিষ্ঠ সম্পর্কের ভালবাসার চেয়ে অনেকটাই কম প্রভাব ফেলে মাথা নির্দিষ্ট অংশ গুলিতে ৷ গবেষণায় দেখা গিয়েছে প্রকৃতির প্রতি ভালবাসা সৃষ্টি হয়ে মস্তিস্কের একটি বিশেষ হয় সক্রিয় হয় ৷ যা মাথার অন্যান্য অংশগুলিকেও প্রভাবিত করে ৷ গবেষকদের জন্য একটি প্রধান আশ্চর্য ছিল, যে প্রেমের অনুভূতি মাথার যে সমস্ত অংশকে প্রভাবিত করে প্রতিটি মানুষের ক্ষেত্রে সমান ৷ তবে পোষ্য ও প্রকৃতির প্রতি ভালবাসার অনুভূতি মাথার সামাজিক জ্ঞানের সঙ্গে যুক্ত অংশগুলিকে সক্রিয় করে ৷

ABOUT THE AUTHOR

...view details