হায়দরাবাদ:শীঘ্রই লঞ্চ হতে চলেছে Samsung-এর স্মার্ট রিং Galaxy Ring 2 ৷ আপডেটেড এই স্মার্ট রিং চলতি মাসেই বাজারে আসতে পারে ৷ এবার জেনে নেওয়া যাক নতুন Samsung-এর স্মার্ট রিং Galaxy Ring 2-এর দাম ও ফিচার সম্পর্কিত বিস্তারিত তথ্য ৷ তবে ঠিক কবে লঞ্চ করবে ও ক্রেতার কবে হাতে পাবেন সেই সম্পর্কিত নির্দিষ্ট তথ্য এখনও জানা যায়নি ৷
প্রথম স্মার্ট রিং, রয়েছে স্টপওয়াচ ও ফ্ল্যাশিং অ্যালার্মের সুবিধা
স্যামসাং গ্যালাক্সি রিং 2:সূত্রের খবর 22 জানুয়ারি গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে ৷ সেই ইভেন্টে লঞ্চ হতে পারে Galaxy Ring 2 ৷ কোরিয়ান টেক জায়েন্ট স্যামসাংয়ের এই স্মার্টরিংটিতে IP69 রেটিং দেওয়া হয়েছে ৷ ফলে এই জল প্রতিরোধে সক্ষম ৷ এতে রয়েছে AI ফিচারের সুবিধা ৷
স্যামসাং গ্যালাক্সি রিং 2-এর ফিচার: রিপোর্ট অনুসারে, Samsung Galaxy Ring 2 আগেরটির আপডেটড ভারসন । এটি বর্তমানে আলাদা আলদা মডেল ও 9টি সাইজে পাওয়া যাচ্ছে ৷ তবে আরও আপডেটেড মডেলটি 11 রকমের সাইজে পাওয়া যাবে ৷ নতুন এই ভারসন আরও আকর্ষণীয় বলে দাবি করা হয়েছে সংস্থার তরফে ৷ এক কথায় Samsung Galaxy Ring 2 আগের আপডেট মডেল ।