পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

4 হাজার টাকা পর্যন্ত ছাড় 5জি স্মার্টফোনে, আজই অর্ডার করুন ! - REALME 14 PRO 5G

Realme 14 Pro 5G, Realme 14 Pro plus 5G, Realme Buds Wireless 5-র বিক্রয় শুরু হয়েছে। ফোন কিনলে 4000 হাজার ছাড় পাওয়া যাচ্ছে ।

REALME 14 PRO 5G
Realme 14 Pro 5G সিরিজ (ছবি Realme)

By ETV Bharat Tech Team

Published : Jan 24, 2025, 5:23 PM IST

হায়দরাবাদ:কয়েদিন আগেইRealme নতুন সিরিজ লঞ্চ করেছে । কোম্পানি এই সিরিজে দু’টি স্মার্টফোনের মডেল লঞ্চ করেছে । প্রথম মডেলটি Realme 14 Pro 5G এবং দ্বিতীয়টি Realme 14 Pro+ 5G । এই দু’টি মডেলের ইতিমধ্যে বিক্রি শুরু হয়েছে । Realme এই সিরিজের লঞ্চের পাশাপাশি Realme Buds Wireless 5 ANCও লঞ্চ করেছে ৷ যেগুলির বিক্রি শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার থেকে ৷

ভারতে লঞ্চ করল Galaxy S25 সিরিজ, রয়েছে 'Now Brief' ফিচার

Realme 14 Pro 5G মূল্য এবং অফার
কোম্পানি এই Realme স্মার্টফোনগুলি দু’টি ভ্যেরিয়েন্টে লঞ্চ করেছে । প্রথম ভেরিয়েন্টটি 8 GB RAM এবং 128 GB স্টোরেজ রয়েছে । ফোনটির দাম শুরু হচ্ছে 24,999 টাকা থেকে ৷ তবে লঞ্চ অফারে এটিতে 2,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে । তাই ব্যবহারকারীরা এই ফোনটি 22,999 টাকায় কিনতে পারবেন । এই মডেলের দ্বিতীয় ভ্যেরিয়েন্টটি 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজে লঞ্চ করা হয়েছে ৷ দাম 26,999 টাকা থেকে শুরু হচ্ছে, তবে ফোনটিতে 2,000 টাকা ছাড়া দেওয়ায় বর্তমানে 24,999 টাকায় কিনতে পারবেন ফোনটি ৷

Realme 14 Pro+ 5G মূল্য এবং অফার
Realme 14 Pro+ভ্যেরিয়েন্টটিতে 8GB RAM এবং 128GB স্টোরেজের রয়েছে । ফোনটির দাম 29,999 টাকা থেকে শুরু হচ্ছে ৷ তবে লঞ্চ অফারে 2,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে ৷ গ্রাহকরা এই ফোনটি 27,999 টাকায় কিনতে পারবেন । অপর ভ্যেরিয়েন্ট 8 GB RAM এবং 256 GB স্টোরেজে পাওয়া যাচ্ছে । দাম 31,999 টাকা থেকে শুরু হচ্ছে ৷ এই মডেলের তৃতীয় ভ্যেরিয়েন্টটি 12 GB RAM এবং 256 GB স্টোরেজে লঞ্চ করেছে । এটির দাম শুরু হচ্ছে 34,999 টাকা থেকে । এই মডেলে 4000 টাকা দেওয়া হচ্ছে । তাই চাইলে ফোনটি 30,999 টাকায় কিনতে পারবেন। Realme Buds Wireless 5 ANC মূল্য এবং অফার
Realme Earbuds-এর দাম 1,799 টাকা রাখা হয়েছে ৷ তবে লঞ্চ অফার 200 টাকা ছাড় দেওয়া হচ্ছে ৷ বর্তমানে, এই ইয়ারবাডগুলি মাত্র 1,599 টাকায় কেনা যাবে । কোম্পানি এটি মিডনাইট ব্ল্যাক, টোয়াইলাইট পার্পল এবং ডাউন সিলভার রঙে লঞ্চ করেছে । Realme-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart প্ল্যাটফর্ম থেকে ফোনটি কিনতে পারবেন।

জমবে লড়াই! Samsung Galaxy s25 নাকি iphone-17-air বেশি স্লিম কোনটা এবং দাম কত

ABOUT THE AUTHOR

...view details