হায়দরাবাদ:চলতি বছরে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা ঘোষণা করেছে ৷ এই প্রকল্পের আওতায় পরিবার পিছু 300 ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে বিনামূল্য ৷ প্রকল্পের ব্যয় 75 হাজার 21 কোটি টাকা ৷ প্রধানমন্ত্রীর এই প্রকল্পের সুবিধা কারা পাবেন ও কীভাবে আবেদন করবেন জেনে নিন ৷
নাগরিকদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ: প্রধানমন্ত্রীর বিনামূল্যে 'সূর্য বিজলী' যোজনা প্রকল্পের আওতায় দেশের নাগরিকদের বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ এটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর জন্য ভর্তুকি ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে ৷
কীভাবে আবেদন করবেন:প্রথমেনির্দিষ্ট সাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে ৷ বিদ্যুৎ বিলে থাকা গ্রাহক নম্বর এবং মোবাইল নম্বর ব্যবহার করে লগইন করুন। ছাদে সোলার সিস্টেম ইনস্টল করার জন্য কীভাবে আবেদন করতে হবে তা উল্লেখ করা হবে ৷ 3 কিলোওয়াট পর্যন্ত যেসব গ্রাহকরা বিদ্যুৎ ব্যবহার করেন তাঁদের নাম নথিভুক্ত করতে হবে ৷ পোর্টালে থাকা নির্দেশিকা অনুসরণ করলেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে ৷
আবেদন খতিয়ে দেখা: আবেদন করার পর স্থানীয় বিদ্যুৎ বন্টন সংস্থা (DISCOM) সেই আবেদন খতিয়ে দেখবে ৷ সংশ্লিষ্ট গ্রাহকের বাড়িটি সোলার প্যানেল বসানোর উপযুক্ত কি না সেসব খতিয়ে দেখবে বিদ্যুৎ বন্টন কোম্পানি ৷ সমস্ত দিক খতিয়ে দেখে তারপরই অনুমোদন মিলবে ৷ তারজন্য অবশ্য় কয়েকসপ্তাহ অপেক্ষা করতে হবে ৷