পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

মাসে 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে, কীভাবে আবেদন করবেন ? - PM Yojana - PM YOJANA

PM Surya Ghar Yojana: কেন্দ্রের উদ্যোগে চালু হয়েছে 'প্রধানমন্ত্রী সূর্য যোজনা' প্রকল্প ৷ এই প্রকল্পের লক্ষ্য ভর্তুকি-সহ 1 কোটিরও বেশি পরিবারকে প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা। জেনে নিন কীভাবে এই স্কিমের জন্য কীভাবে আবেদন করবেন ?

PM Surya Ghar Yojana
প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা (ইটিভি ভারত)

By ETV Bharat Tech Team

Published : Sep 27, 2024, 5:09 PM IST

হায়দরাবাদ:চলতি বছরে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা ঘোষণা করেছে ৷ এই প্রকল্পের আওতায় পরিবার পিছু 300 ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে বিনামূল্য ৷ প্রকল্পের ব্যয় 75 হাজার 21 কোটি টাকা ৷ প্রধানমন্ত্রীর এই প্রকল্পের সুবিধা কারা পাবেন ও কীভাবে আবেদন করবেন জেনে নিন ৷

নাগরিকদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ: প্রধানমন্ত্রীর বিনামূল্যে 'সূর্য বিজলী' যোজনা প্রকল্পের আওতায় দেশের নাগরিকদের বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ এটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর জন্য ভর্তুকি ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে ৷

কীভাবে আবেদন করবেন:প্রথমেনির্দিষ্ট সাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে ৷ বিদ্যুৎ বিলে থাকা গ্রাহক নম্বর এবং মোবাইল নম্বর ব্যবহার করে লগইন করুন। ছাদে সোলার সিস্টেম ইনস্টল করার জন্য কীভাবে আবেদন করতে হবে তা উল্লেখ করা হবে ৷ 3 কিলোওয়াট পর্যন্ত যেসব গ্রাহকরা বিদ্যুৎ ব্যবহার করেন তাঁদের নাম নথিভুক্ত করতে হবে ৷ পোর্টালে থাকা নির্দেশিকা অনুসরণ করলেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে ৷

আবেদন খতিয়ে দেখা: আবেদন করার পর স্থানীয় বিদ্যুৎ বন্টন সংস্থা (DISCOM) সেই আবেদন খতিয়ে দেখবে ৷ সংশ্লিষ্ট গ্রাহকের বাড়িটি সোলার প্যানেল বসানোর উপযুক্ত কি না সেসব খতিয়ে দেখবে বিদ্যুৎ বন্টন কোম্পানি ৷ সমস্ত দিক খতিয়ে দেখে তারপরই অনুমোদন মিলবে ৷ তারজন্য অবশ্য় কয়েকসপ্তাহ অপেক্ষা করতে হবে ৷

সৌর প্যানেল ইনস্টলেশন: অনুমোদন পাওয়ার পর, বাড়িতেই সোলার প্যানেল ইনস্টল করতে পারবেন গ্রাহকরা।

নেট মিটারের জন্য আবেদন: ইনস্টলেশন সম্পূর্ণ হলে, নেট মিটারের জন্য আবেদন করতে হবে। এই বিশেষ ডিভাইসটি সৌর প্যানেল দ্বারা উত্পাদিত শক্তি এবং গ্রিড থেকে ব্যবহৃত বিদ্যুৎ সঞ্চয় করবে ৷ একটি সেটআপের মাধ্যমে, গ্রাহক তাঁর অতিরিক্ত বিদ্যুৎ ফের বিক্রি করার সুযোগ পাবেন ৷ অতিরিক্ত সেই বিদ্যুৎ থেকে আয় করার সুযোগ থাকবে।

ভর্তুকি: নেট মিটার ইনস্টল করার পরে একটি কমিশনিং রিপোর্ট তৈরি করা হয়। সরাসরি ভর্তুকির পেতে পোর্টালের মাধ্যমে গ্রাহকের ব্যাঙ্কের বিবরণ, বাতিল চেক জমা দিতে হবে। 3 কিলোওয়াট সোলার সিস্টেম ইনস্টল করার জন্য একজন গ্রাহক সর্বোচ্চ ভর্তুকি 78 হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। এই ভর্তুকি 30 দিনের মধ্যে দেওয়া হয় গ্রাহকদের ৷

স্কিমের সুবিধা: কেন্দ্রের এই উদ্যোগ কেবল বিনামূল্যে বিদ্যুৎ দেয় না, তবে বিদ্যুত বিলে সাশ্রয়ের সুযোগ থাকে ৷ উদাহরণস্বরূপ, একটি পরিবার প্রতি যাঁরা মাসে 300 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে, তাঁরা 3 কিলোওয়াট সোলার সিস্টেম ইনস্টল করে বছরে প্রায় 15,000 টাকা সাশ্রয় করতে পারেন ৷ 2 কিলোওয়াট পর্যন্ত সিস্টেম ইনস্টল করলে 60% ভর্তুকি এবং 2 থেকে 3 কিলোওয়াটের ক্ষেত্রে 40% ভর্তুকি দিচ্ছে কেন্দ্র ৷

ABOUT THE AUTHOR

...view details