পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

AI-কে বিশেষ গুরুত্ব, যুক্তরাষ্ট্রে প্রযুক্তি সংস্থাগুলোর সঙ্গে মোদির বৈঠক ফলপ্রসূ - PM Modi Meets Tech CEOs In New York - PM MODI MEETS TECH CEOS IN NEW YORK

Pm Modi Met American Tech CEOs: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকান টেক সিইওদের সঙ্গে সাক্ষাত করেছেন রবিবার (ভারতীয় সময়) ৷ তিনি ভারতে বিনিয়োগ ও কাজের জন্য় আহ্বান জানিয়েছেন। এই বৈককের একটি ছবি এক্সহ্যান্ডলে টুইট করেছেন প্রধানমন্ত্রী ৷

Pm Modi Met American Tech CEO
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকান টেক সিইওদের সঙ্গে দেখা করলেন (টুইটার @narendramodi)

By ETV Bharat Tech Team

Published : Sep 23, 2024, 5:23 PM IST

ওয়াশিংটন:মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানেই বিশ্বের শীর্ষস্থানে থাকা প্রযুক্তি সংস্থার সিইও-দের সঙ্গে বৈঠক করেন রবিবার ৷ এই বৈঠকে তিনি ভারতের প্রযুক্তি ক্ষেত্রের উন্নয়নের সম্ভাবনা এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। ভারত এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথিদের মধ্যে অ্যাডোবের চেয়ারম্যান এবং সিইও শান্তনু নারায়ণ, গুগলের সিইও সুন্দর পিচাই, আইবিএম সিইও অরবিন্দ কৃষ্ণ, এএমডি চেয়ার এবং সিইও লিসা সু এবং মডার্নার চেয়ারম্যান নওবার আফিয়ান উপস্থিত ছিলেন ৷

মোদির আমেরিকা সফরে কলকাতায় বড় বিনিয়োগ; 'আমি সৌভাগ্যবান', বলছেন মমতা

মোদি ও সিইও বৈঠক

এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেক সিইওদের ভারতের নতুন প্রযুক্তি নিয়ে কাজ করার আহ্বান জানান। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে এআই ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন ৷ তিনি X হ্যান্ডেলে টুইট করে এই বৈঠকের বিশদ বিবরণও শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী লেখেন, "নিউইয়র্কে টেক সিইওদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে ৷ প্রযুক্তির উদ্ভাবন থেকে শুরু করে নানা বিষয়ে আলোচনা হয়েছে ৷ ভারতের অগ্রগতিও তুলে ধরেন। ভারতের প্রতি তাঁদের অসীম আশা দেখে আমি আনন্দিত।"

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি:কোয়াড সম্মেলনের সময়, মোদি বলেছিলেন যে প্রযুক্তি সহযোগিতা এবং ইনিশিয়েটিভ অন ক্রিটিকাল অ্যান্ড এমার্জিং টেকনোলজিস (আইসিইটি) এর মতো প্রচেষ্টা ভারত-মার্কিন বৈঠকের আলোচনার বিষয় ছিল ৷ বিদেশ মন্ত্রকের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই উল্লেখ করা হয়েছে। ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হচ্ছে ।

রহস্যে মোড়া 160 কিমি প্রশস্ত গর্তের সন্ধান প্রজ্ঞান রোভারের ক্যামেরায়

AI প্রচারে গুরুত্ব:ভারতকে 'বায়োটেক পাওয়ারহাউস' হিসেবে গড়ে তোলার জন্য ভারতের 'Bio E3' (বায়োটেকনোলজি ফর এনভায়রনমেন্ট, ইকোনমি অ্যান্ড এমপ্লয়মেন্ট) কৌশল সম্পর্কেও কথা বলেছেন। AI প্রসঙ্গেই তিনি বলেন, যে ভারতের নীতি সকলের জন্য AI-এর সুবিধা দেওয়া ৷ এটিকে নৈতিক ও দায়িত্বের সঙ্গে ব্যবহার করা ৷ ভারতের সঙ্গে বিনিয়োগে সহযোগিতার আগ্রহও প্রকাশ করেছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এই বৈঠক প্রসঙ্গেই গুগল সিইও সুন্দর পিচাই বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নিয়ে আলোচনা করেছেন। তিনি টেক জায়ান্টদের এই ক্ষেত্রে আরও বেশি করে প্রযুক্তি সম্প্রসারণের কথা বলেছেন ৷ যাতে ভারতীয়রা উপকৃত হতে পারে। এটি ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন।" ভারতে আরও বেশি করে ডিজাইনিং এবং ডেভেলপমেন্ট করা হয়েছে।

7 হাজারেরও কমে 5জি স্মার্টফোন, সলুক সন্ধান রইল প্রতিবেদনে

ABOUT THE AUTHOR

...view details