পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

সান্ধ্য আকাশে আজ 'গ্রহের প্যারেড' - PLANET PARADE 2025

মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে পৃথিবীবাসী ৷ সৌরজগতে ঘটছে বিরল ঘটনা ৷ 21 জানুয়ারি এবং 25 জানুয়ারি দৃশ্যমান হবে একাধিক গ্রহ ।

2025 Planet Parade
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Tech Team

Published : Jan 21, 2025, 5:28 PM IST

হায়দরাবাদ: মহাকাশে ঘটতে চলেছে এক বিরল ঘটনা ৷ সারি দিয়ে দাঁড়িয়ে একাধিক গ্রহ ৷ এক ঝলক দেখলে মনে হবে ঠিক যেন গ্রহদের প্যারেড চলছে ৷ 21 জানুয়ারি এবং 25 জানিয়ারি এই দু’দিন দেখা যাবে বিরল দৃশ্যটি ৷ খালিচোখেই মহাজাগতিক দৃশ্যটির সাক্ষী থাকতে পারবেন পৃথিবীবাসী ৷ শুক্র, শনি, বৃহস্পতি এবং মঙ্গল এই চার গ্রহকে দেখা যাবে পরপর ৷ যা জ্যোর্তিবিজ্ঞানের ভাষায় PLANET PARADE হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷

জ্যোতির্বিজ্ঞানের মতে শুক্র এবং শনি এই দু’টি গ্রহ একে অপরের দুই ডিগ্রির মধ্যে ঘনিষ্ঠভাবে অবস্থান করবে । গ্রহের সারিবদ্ধতা অস্বাভাবিক নয় ৷ বিশেষজ্ঞরা জানান, এই মহাজাগতিক দৃশ্য সাধারণত সচরাচর ঘটে না ৷ গত বছর জুন মাসে এই ঘটনা ঘটেছিল ৷ তবে মাত্র দু’টি গ্রহকে খালি চোখে দেখা গিয়েছিল ৷ এবার 4টি গ্রহ দেখা যাবে ৷

বছরের শেষ দিনে মহাশূন্যে অঘটন! আকাশে আজ কালো চাঁদ

প্ল্যানেটারি প্যারেড কি?
এটি হল গ্রহদের প্যারেড ৷ যখন সূর্যকে প্রদক্ষিণকারী গ্রহগুলি সূর্যের একই দিকে আসে। সেই ঘটনাটিকে একটি গ্রহদের প্যারেড বলা হয় ৷ সেই সময়ে সমস্ত গ্রহগুলিকে দেখে মনে হয় একই সরল রেখায় একটি প্যারেডের মতো রয়েছে । গত 18 জানুয়ারি শুক্র এবং শনি দৃশ্যমান হয়েছিল। চাঁদের পর রাতের আকাশে শুক্র হল দ্বিতীয় উজ্জ্বল গ্রহ । এটি শনির চেয়ে 110 গুণ বড়। এই চারটি গ্রহ ছাড়াও ইউরেনাস ও নেপচুন থাকবে কিন্তু খালি চোখে দেখা যাবে না । দূরবীন বা একটি টেলিস্কোপ ব্যবহার করে ইউরেনাস ও নেপচুন গ্রহকে দেখা যাবে ।

প্ল্যানেট প্যারেড 2025: কোথায় এবং কীভাবে দেখবেন
সংশ্লিষ্ট দিনে সূর্যাস্তের প্রায় 45 মিনিট পর দেখা যাবে এই দৃশ্য। শুক্র এবং শনি এই দুই গ্রহ দক্ষিণ-পশ্চিম আকাশে দৃশ্যমান হবে, বৃহস্পতি দক্ষিণ-পূর্ব আকাশে দৃশ্যমান হবে ৷ মঙ্গল গ্রহ পূর্ব আকাশে দৃশ্যমান হবে। প্রায় তিন ঘণ্টা পর শুক্র ও শনি এই দুই গ্রহ পশ্চিমে অস্তমিত হবে । রাতে মেঘ মুক্ত দক্ষিণ-পশ্চিম দিগন্তের আকাশে দেখা যাবে এই দৃশ্য় ৷

নেপচুন এবং ইউরেনাস
এই চারটি গ্রহ, শুক্র, শনি, বৃহস্পতি এবং মঙ্গলকে খালি চোখে দেখা যাবে ৷ তবে টেলিস্কোপের সাহায্যে নেপচুন এবং ইউরেনাসও দেখা যাবে। নেপচুন সরাসরি শুক্র এবং শনির উপরে অবস্থান করবে ৷ ইউরেনাস গ্রহটি বৃহস্পতির উপরে দৃশ্যমান হবে। তবে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধকে দেখা যাবে না এই 'PLANET PARADE'-এ ৷ জ্যোতির্বিজ্ঞানের মতে এটি সূর্যের আলোয় ঢেকে যাওয়ায় দৃশ্যমান হবে না ৷

বছরের শুরুতেই জেনে নিন এবার কতগুলি গ্রহণ, প্রথমটি কবে

ABOUT THE AUTHOR

...view details