হায়দরাবাদ:শুরু হতে চলেছেদেশের বৃহত্তম গাড়ি মোবিলিটি এক্সপো ৷ 17 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত দিল্লিতে চলবে এই মেলা ৷ চার চাকার গাড়ির পাশাপাশি টু-হুইলারও থাকবে এই অটোমোবাইল মেলায় । Hero Motocorp, Yamaha এবং Suzuki-এর মতো দেশের প্রথম সারির বাইক ও স্কুটার উৎপাদনকারী সংস্থাগুলি তাদের পেট্রল চালিত স্কুটার লঞ্চ করতে চলেছে ।
Hero Xoom 125R এবং 160R
দেশীয় টু-হুইলার প্রস্তুতকারক Hero Motocorp তাদের সংস্থার টু-হুইলারের পাশাপাশি দু’টি স্কুটার থাকবে এই মেলায় ৷ ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-এ স্পোর্টস 125 স্কুটার Hero Xoom 125R রাখা থাকবে ৷ যা বাজারে TVS Ntorq, Suzuki Avenis এবং Yamaha RayZR-এর সঙ্গে পাল্লা দিতে পারবে সহজেই ৷
এছাড়াও, কোম্পানি তাদের আরেকটি স্পোর্টস এবং অ্যাডভেঞ্চার স্কুটার Hero Xoom 160Rও আনতে চলেছে ৷ এই স্কুটারে রয়েছে বড় 160cc ইঞ্জিন দিতে চলেছে ৷ কার্যক্ষমতার দিক থেকে আরও শক্তিশালী হবে এটি । ভারতীয় বাজারে লঞ্চের পর, এই স্কুটারটি Yamaha Aerox 155 এর সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতে পারে ৷