পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

বছর শেষের আগে বাজারে OnePlus-এর নতুন মডেল - ONEPLUS ACE 5

শীঘ্রই বাজারে আসছে 'Oneplus Ace 5' সিরিজ ৷ ডিসেম্বরে ক্রেতাদের জন্য এই মডেলটি লঞ্চ করা হতে পারে বলে জানিয়েছে সংস্থা ৷

OnePlus Ace 5
OnePlus Ace 5 ফার্স্ট লুক (OnePlus)

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2024, 4:00 PM IST

হায়দরাবাদ:বড়দিনের আগে বাজারে আসছে OnePlus-এর নতুন স্মার্টফোন 'Ace 5' সিরিজ ৷ 'Oneplus Ace 5' এবং 'Oneplus Ace 5 Pro' মডেল এই সিরিজে যুক্ত হয়েছে । 'OnePlus Ace 3' সিরিজের পর একেবার 'Ace 5' আনবে। এই নতুন মডেলটি এর আগের সংস্করণের তুলনায় সবদিক থেকে আপগ্রেডেড ৷ এই ফোনটি ভারতের বাজারে 'Oneplus 13R' নামে লঞ্চ হবে ।

স্ন্যাপড্রাগন 8, আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা! বাজার কাঁপাতে তৈরি Redmi K80

ভারতীয় বাজারে লঞ্চের আগে 'Oneplus Ace 5'-এর স্পেসিফিকেশন অনলাইনে প্রকাশ্যে হয়েছে । এই সিরিজটি চলতি বছরের ডিসেম্বরে ক্রেতাদের জন্য বাজারজাত করা হবে ৷ নির্দিষ্ট দিন জানা না গেলেও ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহে সিরিজের দু’টি মডেল লঞ্চ করা হতে পারে ৷ সংস্থাটি ইতিমধ্যেই দু’টি মডেলের ফার্স্টলুক প্রকাশ্যে এনেছে ৷

অবিশ্বাস্য! বাজারে এল রেডমির ওয়াটারপ্রুফ স্মার্টফোন

'OnePlus Ace 5' সিরিজের বৈশিষ্ট্য: এই সিরিজের 'OnePlus Ace 5' মডেল Qualcomm Snapdragon 8 Gen 3 SoC-র সঙ্গে লঞ্চ হতে পারে। 'Ace 5 Pro'-তে Snapdragon 8 Elite প্রসেসর থাকতে পারে । কিন্তু এর মধ্যে 'Ace 5 Pro' ভারতের বাজারে আসবে না। তবে 'Oneplus Ace 5' মোবাইলটিকে 'Oneplus 13R' হিসাবে ভারতীয় বাজারে লঞ্চ করা হবে ।

1.5K রেজোলিউশন ডিসপ্লে: 'OnePlus Ace 5' ফোনটিতে 1.5K রেজোলিউশনের ফ্ল্যাট ডিসপ্লে, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 6000 বা 6500mAh ব্যাটারি ও 100W দ্রুত চার্জিং সাপোর্টের সুবিধা থাকবে বলে মনে করা হচ্ছে ৷ Ace 5 বা OnePlus 13R-এর মধ্যে OnePlus 13-এর মতো Hasselblad-tuned ক্যামেরা থাকবে না । এছাড়াও, এতে টেলিফটো সেন্সর নেই ।

বাজারে এল কাস্টমাইজড স্মার্টফোন, দামও সাধ্যের মধ্যে

আনুমানিক মূল্য: Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসের আছে ৷ 'Oneplus Ace 5' একটি পাওয়ার হাউস ফোন। এই ফোনটি ভারতে লঞ্চ হলে এর দাম হবে 50 হাজার টাকার কম। সঠিক দাম হবে তা এখনও জানা যায়নি ৷ তবে 'Oneplus Ace 5 Pro' এর থেকে আরও অনন্য ফিচার থাকবে নতুন মডেল । কিন্তু এই ফোনটি শুধুমাত্র চিনের বাজারে পাওয়া যাবে। সংস্থাটি বিশ্ববাজারে অন্য কোথাও এটি প্রকাশ করেনি এখনও পর্যন্ত।

ভারতে বেড়েছে আইফোনের উৎপাদন, কর্ম সংস্থান হয়েছে 1.75 লাখ

ABOUT THE AUTHOR

...view details