নয়াদিল্লি: এবার অপ্রয়োজনীয় কারণে ডেটা রিচার্জের খরচ থেকে রেহাই মিলতে চলেছে গ্রাহকদের ৷ মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থা Bharti Airtel, Reliance Jio, এবং Vi (Vodafone Idea) চালু করতে চলেছে নতুন প্ল্যান ৷ এই প্ল্যানে গ্রাহকদের প্রয়োজন না-হলে ইন্টারনেট প্যাক রিচার্জ করাতে হবে না ৷ শুধুমাত্র কলিং এবং এসএমএস সুবিধা উপবোগ করতে পারবেন ৷ অ্যাক্টিভ থাকবে সিমকার্ড ৷
ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটির (TRAI) জারি করা নির্দেশিকার পর এই প্ল্যান চালু করেছে টেলিকম সংস্থাগুলি ৷ ট্রাইয়ের নির্দেশিকা অনুযায়ী, টেলিকম সংস্থাগুলি তাদের গ্রাহকদের ডেটা প্যাক রিচার্জে বাধ্য করতে পরাবে না ৷ গ্রাহকরা তাঁদের প্রয়োজন অনুযায়ী কলিং এবং এসএমএসের জন্য প্যাক রিচার্জ করতে পারবেন ৷ গ্রাহকদের মোবাইল খরচ অনেক কমবে ৷ সেই নির্দেশিকা মতোই নতুন রিচার্জ প্ল্যানগুলি শুধুমাত্র কলিং এবং এসএমএসের সুবিধা দেয় এবং ডেটাপ্যাক যোগ করে না ৷ এবার জেনে নেওয়া যাক Airtel, Jio এবং Vi-এর এই নতুন লঞ্চ হওয়া রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে ৷ যেগুলি ইন্টারনেট প্যাক রিচার্জ ছাড়াই কলিং ও এসএমএসের সুবিধা দেয় ৷
এয়ারটেলের নতুন ভয়েস এবং এসএমএস-শুধু প্ল্যান
499 টাকার প্রিপেইড প্ল্যান: Airtel-এর নতুন 499 টাকার প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং 900টি SMS পাঠাচে পারবেন গ্রাহকরা ৷ প্যাকটির বৈধতা 84 দিনের ৷ এছাড়াও এই প্যাক রিচার্জে তিন মাসের Apollo 24/7 সার্কেল মেম্বারশিপ এবং বিনামূল্যে Hello Tunes-এর সুবিধা আছে ৷ অফার করে।
1,959 টাকার প্রিপেড প্ল্যান: Airtel থেকে 1,959 টাকার বার্ষিক প্রিপেইড প্ল্যানটি কিনলে 365 দিনের বৈধতা পাবেন গ্রাহকরা ৷ সেইসঙ্গে সীমাহীন ভয়েস কল এবং 3,600টি SMS পাঠানো যাবে ৷ তিন মাসের জন্য Apollo 24/7 সার্কেল মেম্বারশিপ এবং বিনামূল্যে Hello Tunes সেট করতে পারবেন ৷
Jio-এর নতুন ভয়েস এবং SMS-শুধু প্ল্যান
458 টাকার প্রিপেইড প্ল্যান: Jio-এর শুধুমাত্র ভয়েস এবং এসএমএস প্ল্যানের দাম 458 টাকা ৷ এটির 84 দিনের বৈধতা রয়েছে ৷ সীমাহীন ভয়েস কলিং এবং 1,000 SMS -এর সুবিধা ৷ অতিরিক্ত Jio অ্যাপের অ্যাক্সেস করতে পারবেন ৷ যেমন JioTV, JioCloud এবং JioCinema (নন-প্রিমিয়াম সংস্করণ) উপভোগ করতে পারেবন ।
1,958 টাকার প্রিপেড প্ল্যান: 1,958 টাকার প্যাক রিচার্জে বার্ষিক ভয়েস এবং এসএমএস সুবিধা রয়েছে ৷ 3,600টি SMS পাঠাতে পারবেন 365 দিনের মধ্যে । তাছাড়া, Jio অ্যাপগুলিও অ্যাক্সেস পারবেন গ্রাহকরা ৷ যেমন JioTV, JioCloud, এবং JioCinema (নন-প্রিমিয়াম) কোনও অতিরিক্ত রিচার্জ ছাড়াই দেখতে পাবেন ।
Vi-এর নতুন ভয়েস এবং SMS-শুধু প্ল্যান
1,460 টাকার প্রিপেড প্ল্যান: Vi 1,460 টাকার একটি বেসিক কল এবং SMS রিচার্জ প্ল্যান চালু করেছে । এটি সীমাহীন ভয়েস কলিং এবং 100 SMS-এর সুবিধা দিচ্ছে ৷ যা 270 দিন পর্যন্ত বৈধ। এই রিচার্জ প্যাকে কোনও অতিরিক্ত সুবিধা নেই।