কলকাতা/ হায়দরাবাদ:মিটিং-মিছিল থেকে প্রতিবাদী সভা কিংবা সাংস্কৃ্তিক অনুষ্ঠান সর্বদা ব্যস্ত'কল্লোলিনী তিলোত্তমা' কলকাতা ৷ এই শহরের রয়েছে বোট্যানিক্যাল গার্ডেন ৷ বৈজ্ঞনিক আচার্য জগদীশ চন্দ্র বসু-র প্রতিষ্ঠিত বসু বিজ্ঞান মন্দির ৷ এছড়াও একাধিক বিজ্ঞান কলেজ রয়েছে শহরে ৷ এবার দেশের মধ্যে সেরা বিজ্ঞান নগরীর মুকুট উঠল কলকাতার মাথায় ৷ বিশ্বর মধ্যে 83তম স্থান অধিকার করেছে ৷
শুধু ভারতেই নয় বিশ্বের জগৎ সভায় বিজ্ঞান নগরী হিসেবে শ্রেষ্টত্বের স্থান অধিকার করে নিল কলকাতা নগরী ৷ বিখ্য়াত পত্রিকা নেচার জার্নালে প্রকাশিত হয়েছে এই তথ্য ৷ ইতিমধ্যেই, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে টুইট করেছেন কলকাতার অবস্থান নিয়ে ৷ বিজ্ঞান নগরী হিসেবে কলকাতা শ্রেষ্ঠ স্থান পাওয়ায় উচ্ছসিত তিনি ৷
নেচার জার্নালের তালিকায় বিজ্ঞান নগরী হিসেবে 200টি শহরের নাম প্রকাশিত হয়েছে ৷ তারমধ্যে ঐতিহ্যশালী বিজ্ঞান গবেষণা ও পঠনপাঠনের জন্য শ্রেষ্ঠ বিজ্ঞান নগরী হিসাবে জায়গা করে নিয়েছে তিলোত্তমা । সেই তালিকায় ভারতের প্রথম সারির মেট্রো শহর বেঙ্গালুরু, দিল্লি, মুম্বই, হায়দরাবাদ এবং এডিনবার্গ, হেলসিঙ্কি এবং জেনেভার মতো দেশও পিছনের সারিতে ৷
সংশ্লিষ্ট পত্রিকা অনুসারে বিজ্ঞানের শহর হিসেবে বিশ্বের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে চিনের বেজিং, সাংহাই দ্বিতীয়, আমেরিকার নিউ ইয়র্ক তৃতীয় স্থানে ৷ সেই তালিকায় কলকাতা রয়েছে 83তম এবং বেঙ্গালুরু 85তম স্থানে । এরপর মুম্বই (98), দিল্লি (124) এবং হায়দরাবাদ 184 স্থানে রয়েছে ৷