হায়দরাবাদ:ভরা কোভিডের মরশুমে ভারতের বাজারে এসেছিল মাহিন্দ্রা থর ৷ 2020 সালের অক্টোবরে মাহিন্দ্রার এই এসএইভি বাজারে এসেছিল ৷ চার বছরেরেকর্ড পরিমাণ বিক্রি মাহিন্দ্রার এই এসইউভি-র ৷ এখনও পর্যন্ত দু’লক্ষ ইউনিট বিক্রি হয়েছে ৷ সিয়াম প্রকাশিত তথ্য অনুযায়ী, মাহিন্দ্রার মাসিক পরিসংখ্য়ানে উল্লেখ করা হয়েছে, মাহিন্দ্রা থর 3-ডোর ও থর রক্স 5- ডোর দু’টি মডেলের বিক্রি বেড়েছে ৷ চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত 2,07,110 ইউনিট বিক্রি হয়েছে ৷
21 হাজার থেকে বুকিং শুরু মাহিন্দ্রা থর রক্সের নতুন মডেলের - Mahindra Thar Roxx Price
মাহিন্দ্রার সেকেন্ড জেনেরেশন থরে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷ এই এসইউভি লঞ্চের সময় 3টি দরজা ছিল ৷ নতুন মডেলে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷ সম্প্রতি 5 দরজা বিশিষ্ট থর রক্স লঞ্চ করেছে সংস্থাটি ৷ নতুন মডেলটির জনপ্রিয়তা আরও বেড়েছে ৷ নতুন থর রক্স মডেলে অভ্যন্তরীন ডিজাইন থেকে ড্রাইভিং পদ্ধতিতে স্বয়ংক্রিয় ট্রান্সমিশন ফিচার যোগ হয়েছে ৷ যা কারণে বিক্রি বেড়েছে বলে দাবি গাড়ি প্রস্তুতকারক সংস্থা মাহিন্দ্রার ৷
2024-25 আর্থিক বছরের প্রথম সাত মাসে, থর এবং থর রক্সের মোট 42,726 ইউনিট বিক্রি হয়েছে ৷ বছরে 19.60 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ গাড়ি প্রস্তুতকারক সংস্থা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 2023 এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত 35,723 ইউনিট বিক্রি করেছে। চলতি অর্থবর্ষে পাইকারি বিক্রয় 65,246 ইউনিট অর্থাৎ 65 শতাংশ বৃদ্ধি পেয়েছে। থর রক্সের চাহিদাও বেড়েছে উল্লেখযোগ্য হারে ৷ গ্রাহকদের মধ্যে অধিকাংশ থর রক্স কিনতে আগ্রহী ৷