হায়দরাবাদ:প্রতিনিয়ত বিভিন্ন রিপোর্টে প্রকাশিত হচ্ছে দেশ জুড়ে বেকারত্ব বাড়ছে । এর অন্যতম প্রধান কারণ যুব সম্প্রদায়ের চাকরি না পাওয়া। কর্মপ্রার্থীদের অন্যতম পছন্দের প্ল্যাটফর্ম হল LinkedIn ৷ কর্মসংস্থান বা নতুন চাকরিতে যোগ দেওয়র জন্য অনেকেই বেছে নেন এই প্ল্যাটফর্মটি ৷ AI আবিষ্কারের পর বিভিন্ন মহলে আশঙ্কা করা হয়েছিল AI কর্মসংস্থানে থাবা বসাতে পারে ৷ না এই কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরি খুঁজে দেবে ৷ LinkedIn চাকরিপ্রার্থীদের জন্য এনেছে AI ফিচার । এবার জেনে নেওয়া যাক এই ফিচার কিভাবে কাজ করে ৷
AI জব ম্যাচ ফিচার
লিঙ্কডইনের এই AI ফিচারটির নাম 'জব ম্যাচ'। এটি যেকোনও ব্যক্তিকে LinkedIn-এ চাকরি খোঁজার প্রক্রিয়া আর সহজ করে দেয়। এতদিন এই ব্যবহাকারীদের LinkedIn-এ চাকরি খোঁজার জন্য ম্যানুয়ালি কিওয়ার্ড লিখতে হতো ৷ এবার থেকে এই কাজটি করবে AI ৷ নতুন এআই জব ম্যাচ ফিচারের সাহায্যে, লিঙ্কডইন স্বয়ংক্রিয়ভাবে পেশাদারি অভিজ্ঞতা যাচাই করবে ওই ব্যক্তির ৷ প্রোফাইলে ম্যাচ করে এমন চাকরি খুঁজে দেবে ৷
এতদিন কোনও ব্যক্তি সঠিক কীওয়ার্ড লিখতে না পারলে, তাঁদের চাকরি খুঁজে পেতে সমস্যা হত ৷ লিঙ্কডইনের নতুন এআই বৈশিষ্ট্যটি স্বয়ংক্রিয়ভাবে চাকরি প্রার্থীর প্রোফাইল ও পেশাদার অভিজ্ঞতা যাচাই করে সেই অনুযায়ী নতুন চাকরির সন্ধান করবে। এই বৈশিষ্ট্যটির সাহায্যে, চাকরি প্রার্থীদের চাকরি খোঁজা আরও সহজ হবে ৷