হায়দরাবাদ:সপ্তমবারেও সফল হল না স্টারশিপ মিশন ৷ মাঝ আকাশে ভেঙে পড়াল স্টারশিপের রকেট ৷ বৃহস্পতিবার দক্ষিণ টেক্সাসের উৎক্ষেপণকেন্দ্র থেকে (আমেরিকান সময় বিকেল 5টা 38মিনিটে) স্পেসএক্স সংস্থার তৈরি 'স্টারশিপ' যাত্রা শুরু করেছিল । উৎক্ষেপণের কিছুক্ষণ পর থেকেই পর যোগাযোগ বিচ্ছিনন্ন হয়ে যায় ৷ আট মিনিটের মাথায় সেটি ভেঙে পড়ে । বিজ্ঞানীদের মতে ইঞ্জিনের সমস্যার কারণে সেটি ভেঙে পড়েছে ৷
এরপর ইলন মাক্স টুইট করে জানান, টেক্সাসের উৎক্ষেপণ কেন্দ্র বোকা চিকা থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল। মহাকাশযানটি উৎক্ষেপণের কয়েক মিনিট পর বিস্ফোরণ হয়। একে একে মহাকাশযানের ছয়টি ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় ৷ মাঝআকাশে ভেঙে পড়ে ৷ পৃথিবীর দিকে পড়েতে থাকে ধ্বাংসাবশেষগুলি ৷ মাঝ আকাশে রকেটটি বিস্ফোরণের কারণে বিমান চলাচালে সমস্যা হয় ৷ ধ্বংসাবশেষ এড়াতে বেশ কয়েকটি বিমান ঘুর পথে গন্তব্য পৌঁছনোর চেষ্টা করে ৷ ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে আকাশে দৃশ্যমান রকেটের ধ্বংসাবশেষের একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷