হায়দরাবাদ: ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 আজ থেকে শুরু হতে চলেছে ৷ এটির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এছাড়াও উপস্থতি থাকবেন একাধিক কেন্দ্রীয়মন্ত্রী ৷ প্রগতি ময়দান, দ্বারকা, গ্রেটার নয়ডা এই তিন জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে গাড়ি মেলা ৷ ইন্ডিয়া এক্সপো সেন্টার এবং মার্টে আয়োজিত এই মেগা ইভেন্টে ভারত-সহ বিভিন্ন দেশ- বিদেশের প্রথম সারির অটোমোবাইল কোম্পানি অংশগ্রহণ করছে । আগামী 22 জানুয়ারি পর্যন্ত চলবে এই গাড়ি মেলা ৷
প্রথম দিনটি কেবলমাত্র মিডিয়া কভারেজের জন্য এবং দ্বিতীয় দিনটি ডিলারদের জন্য বিশেষ ভাবে সংরক্ষিত করা হয়েছে । এরপর, 19 জানুয়ারি থেকে আম জনতা প্রবেশ করতে পারেবন ৷ প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে এই মেলা ৷ বিনামূল্যে এই মেলায় প্রবেশ করতে পারেবন ৷ http://www.bharat-mobility.com ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রার করতে হবে ৷
যে সমস্ত গাড়ি কোম্পানি অংশগ্রহণ করেছে
হিরো মোটোকর্প, সুজুকি, মোটরসাইকেল ইন্ডিয়ার মতো কোম্পানিগুলি যারা বাইক ও স্কুটি উৎপাদন করে থাকে । এই সমস্ত সংস্থা অংশগ্রহণ করেছে ৷ পাশপপাশি মারুতি সুজুকি, হুন্ডাই মোটর ইন্ডিয়া, টাটা মোটরস, কিয়া ইন্ডিয়া, এমজি মোটর ইন্ডিয়া এবং স্কোডা অটো ভক্সওয়াগেন ইন্ডিয়ার মতো ব্র্যান্ডগুলি উপস্থিত থাকবে ৷ সংস্থাগুলি বিভিন্ন গাড়ির নতুন এবং অত্যাধুনিক মডেল রাখবে ডিসপ্লেতে ৷
বিলাসবহুল গাড়ির বিভাগ
এটি মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ ইন্ডিয়া এবং পোর্শে ইন্ডিয়ার মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের বিলাসবহুল যানবাহন থাকবে এই গাড়ি মেলায়। একই সঙ্গে বাণিজ্যিক যানবাহন বিভাগে টাটা মোটরস এবং কমার্শিয়াল যানবাহনও থাকবে ৷
বৈদ্যুতিক যানবাহনে গুরুত্ব
ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-এ বৈদ্যুতিক যানবাহনের (ইভি) উপর বিশেষ জোর দেওয়া হয়েছে । 2030 সালের মধ্যে কেন্দ্রীয় সরকার 30% যাত্রীবাহী যানবাহনকে বিদ্য়ুতে চালানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে । শুরু হওয়া এই গাড়ি মেলা বৈদ্যুতিক যানবাহন নির্মাতাদের কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ এই মেলাতেই নতুন প্রযুক্তি এবং মডেল প্রদর্শনের সুযোগ থাকবে। টাটা মোটরস, মাহিন্দ্রা ইলেকট্রিক এবং অন্যান্য শীর্ষস্থানীয় কোম্পানিগুলি তাদের উৎপাদিত বৈদ্যুতিক যান এই মেলায় থাকবে ৷
ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-কে দেশের অটোমোবাইল শিল্পে বিপ্লব আনতে পারে ৷ এই এক্সপো কেবলমাত্র গাড়ি শিল্পকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করবে না বরং বৈদ্যুতিক গাডি উৎপাদন শিল্পকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেবে ৷