হায়দরাবাদ:বড় ঘোষণা করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো । 30 ডিসেম্বর চালু হওয়া ঐতিহাসিক মিশন SpaDex মিশনের ডকিং প্রক্রিয়া আগামিকাল অর্থাৎ 7 জানুয়ারি স্থগিত করা হয়েছে । ইসরোর তরফে জানানো হয়েছে আগমী 9 জানুয়ারি এই প্রক্রিয়া হতে পারে। এটি সফল হলে ইতিহাস সৃষ্টির পথে এগোবে ইসরো ৷ এই SpaDex মিশনের উপর নির্ভর করছে মহাকাশে 'ভারতীয় মহাকাশ স্টেশন' তৈরি-সহ ভবিষ্যতের মহাকাশ অভিযানের পথ তৈরি সংক্রান্ত অন্যান্য পরিকল্পনা ।
মিশনের নাম স্পেস ডকিং এক্সপেরিমেন্ট (স্পাডেক্স)। ISRO এই মিশনের মাধ্যমে দু’টি মহাকাশযান SDX01 এবং SDXO2 মহাকাশে পাঠিয়েছে ইসরো। এটি 30 ডিসেম্বর রাত 10 টা বেজে 15 মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে উৎক্ষেপণ করা হয়েছিল। 2024 সালের শেষে এই মিশনটি চালু করে ISRO ইতিহাস তৈরি করেছে।
ডকিং এবং আনডকিং প্রক্রিয়া কি ?পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV-C60) 220 কেজি ওজনের দু’টি স্যাটেলাইটকে 470 কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে স্থাপন করেছে । এই মিশনের মাধ্যমে, ISRO মহাকাশে ডকিং এবং আনডক করার প্রক্রিয়া পরীক্ষা করবে।'ডকিং'-এর অর্থ হল মহাকাশযানকে অন্য মহাকাশযানের সঙ্গে সংযুক্ত করা ৷ মহাকাশে সংযুক্ত দু’টি মহাকাশযানকে আলাদা করাকে 'আনডকিং' বলা হয় । মহাকাশে স্পেশ স্টেশন তৈরি করতেই ইসরোর এই অভিযান ৷