ETV Bharat / technology

বাইক প্রেমীদের জন্য সুখবর! একসঙ্গে বাজারে আসছে 14টি বাইক - DUCATI LAUNCH 14 NEW MOTORCYCLES

নতুন নতুন পণ্য নিয়ে বাজার দখলে নামছে ইতালীয় বাইক প্রস্তুতকারক সংস্থা। Ducati এই বছর 14টি বাইক লঞ্চ করবে ।

14 new motorcycles for India
এই বছরে 14টি বাইক লঞ্চ করতে চলেছে Ducati (ছবি Ducati)
author img

By ETV Bharat Tech Team

Published : 19 hours ago

হায়দরাবাদ: ভারতের বাজারে 14টি বাইক আনতে চলেছে Ducati ৷ জানা গিয়েছে, ইতালীর এই কোম্পানি 2025 সালে একাধিক বাইক লঞ্চ করবে নতুন মডেল লঞ্চ করার পাশাপাশি বাইক কোম্পানি তাদের ডিলার নেটওয়ার্কও সম্প্রসারণে উদ্যোগ নেবে ৷ ইতিমধ্যেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে অত্যাধুনিক ডিলারশিপ খোলার জন্য সক্রিয়ভাবে কাজ করছে।

Ducati 14টি মোটরসাইকেল লঞ্চ করবে

DesertX Discovery এবং Ducati এর সুপারস্পোর্ট বাইক Panigale V4 2025 সালের প্রথম তিন মাসের মধ্যে ভারতের বাজারে লঞ্চ করতে পারে। এই সময়েই Panigale V2 সংস্করণ এবং Scrambler Dark আগামি তিন মাসের মধ্যে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চারটি বাইক প্রথম ছয় মাসের মধ্যে বাজারে আসবে ।

ভারতের বাজারে এল অত্যাধুনিক SUV, দাম কত জানেন ?

বাইক লঞ্চ

জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতের বাজারে লঞ্চ হবে 5টি বাইক । সেই সমস্ত বাইকের তালিকায় রয়েছে 890 cc Multistrada V2 এবং Scrambler Rizoma-এর মতো একাধিক বাইক । সেইসঙ্গে স্ট্রিটফাইটার V4, Streetfighter, V2 এবং Panigale V2ও লঞ্চ করা হবে । Ducati 2025 সালের ডিসেম্বরেও বাজারে বেশ কয়েকটি নতুন বাইক লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে । এই নতুন বাইক সম্পর্কিত বিস্তারিত তথ্য কয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে ।
ডুকাটি নেটওয়ার্কের সম্প্রসারণ

ভারতীয় বাজারে নিজেদের উৎপাদিত পণ্যের বিক্রি বাড়াতে Ducati এই বছর তার ডিলার নেটওয়ার্ক প্রসারিত করতে চলেছে । বর্তমানে Ducati শোরুম শুধুমাত্র কয়েকটি মেট্রো শহরে আছে ৷ যার মধ্যে দিল্লি, মুম্বই, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, কোচি, কলকাতা, চণ্ডীগড় এবং আহমেদাবাদে শোরুম রয়েছে এই কোম্পানির । ব্যবসা বাড়াতে নতুন বাইক লঞ্চের পাশাপাশি Ducati শোরুমের সংখ্যা বদ্ধির পরিকল্পনা নিয়েছে ৷

25 হাজারে বুকিং শুরু Kia Syros, আগামী মাসে বাজারে আসছে SUV টি

হায়দরাবাদ: ভারতের বাজারে 14টি বাইক আনতে চলেছে Ducati ৷ জানা গিয়েছে, ইতালীর এই কোম্পানি 2025 সালে একাধিক বাইক লঞ্চ করবে নতুন মডেল লঞ্চ করার পাশাপাশি বাইক কোম্পানি তাদের ডিলার নেটওয়ার্কও সম্প্রসারণে উদ্যোগ নেবে ৷ ইতিমধ্যেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে অত্যাধুনিক ডিলারশিপ খোলার জন্য সক্রিয়ভাবে কাজ করছে।

Ducati 14টি মোটরসাইকেল লঞ্চ করবে

DesertX Discovery এবং Ducati এর সুপারস্পোর্ট বাইক Panigale V4 2025 সালের প্রথম তিন মাসের মধ্যে ভারতের বাজারে লঞ্চ করতে পারে। এই সময়েই Panigale V2 সংস্করণ এবং Scrambler Dark আগামি তিন মাসের মধ্যে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চারটি বাইক প্রথম ছয় মাসের মধ্যে বাজারে আসবে ।

ভারতের বাজারে এল অত্যাধুনিক SUV, দাম কত জানেন ?

বাইক লঞ্চ

জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতের বাজারে লঞ্চ হবে 5টি বাইক । সেই সমস্ত বাইকের তালিকায় রয়েছে 890 cc Multistrada V2 এবং Scrambler Rizoma-এর মতো একাধিক বাইক । সেইসঙ্গে স্ট্রিটফাইটার V4, Streetfighter, V2 এবং Panigale V2ও লঞ্চ করা হবে । Ducati 2025 সালের ডিসেম্বরেও বাজারে বেশ কয়েকটি নতুন বাইক লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে । এই নতুন বাইক সম্পর্কিত বিস্তারিত তথ্য কয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে ।
ডুকাটি নেটওয়ার্কের সম্প্রসারণ

ভারতীয় বাজারে নিজেদের উৎপাদিত পণ্যের বিক্রি বাড়াতে Ducati এই বছর তার ডিলার নেটওয়ার্ক প্রসারিত করতে চলেছে । বর্তমানে Ducati শোরুম শুধুমাত্র কয়েকটি মেট্রো শহরে আছে ৷ যার মধ্যে দিল্লি, মুম্বই, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, কোচি, কলকাতা, চণ্ডীগড় এবং আহমেদাবাদে শোরুম রয়েছে এই কোম্পানির । ব্যবসা বাড়াতে নতুন বাইক লঞ্চের পাশাপাশি Ducati শোরুমের সংখ্যা বদ্ধির পরিকল্পনা নিয়েছে ৷

25 হাজারে বুকিং শুরু Kia Syros, আগামী মাসে বাজারে আসছে SUV টি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.