হায়দরাবাদ:সোশাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে যোগ হয়েছে নতুন ফিচার ৷ ইতিমধ্যেই ইনস্টাগ্রামে টেস্টিমোনিয়ালস নামে ফিচারটির বিজ্ঞাপন দেখা গিয়েছে ৷ এই ফিচার কনটেন্ট ক্রিয়েটদের আয়ের আরও সুযোগ করে দেবে ৷ ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের জন্য এই নতুন ফিচারের নাম 'প্রশংসাপত্র' বা testimonials। ভিডিয়ো আপলোড ও কমেন্ট করে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করা যাবে ৷
ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ধামাকা অফার! বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন
নতুন ফিচারে ব্যবহারকারীরা আগের থেকে আরও বেশি এবং সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। এই ফিচারে ক্রিয়েটররা বিজ্ঞাপনের জন্য ভিডিয়ো করাপ পরিবর্তে সেখানে কমেন্ট করলেই পেমেন্ট পাবেন ৷ এক কথায় সংশ্লিষ্ট পণ্যের প্রচারের জন্য, ভিডিয়ো তৈরি করার পরিবর্তে, আপনাকে কেবল একটি টেক্সট লিখে সেটির রিভিউ করলেই হবে ৷
প্রশংসাপত্র সহ বিজ্ঞাপন সম্পর্কে, ইনস্টাগ্রাম এই নতুন ফিচার সম্পর্কে মেটা ব্লগ পোস্টে বিজ্ঞাপন ফর্ম্যাটের বিশদ বিবরণ দিয়েছে ৷ নতুন বিজ্ঞাপন ফর্ম্যাটটি কেবল টেক্সট-ভিত্তিক ৷ যা ব্র্যান্ডগুলির সঙ্গে চুক্তি করা হয়েছে ৷ পোস্ট অনুসারে, প্রশংসাপত্রগুলি (পণ্যের রিভিউ) একটি সংক্ষিপ্ত বিষয়বস্তু হবে ৷ যেখানে একটি পণ্য কেবল টেক্সটের মাধ্যমে প্রচার করা হবে ৷ এতে সময় কম লাগবে।