হায়দরাবাদ:পরিপাটি করে গুছিয়ে সাজা-গোজের পর ছবি তুলতে কার না ভালো লাগে ৷ মেকআপের পর কয়েকহাজার ছবি তোলার পর নিখুঁত ছবি ওঠে না, মনের মতো কোনওটাই হয় না ৷ তাই চাইলেও সেটা সোশাল মিডিয়ায় প্রোফাইল পিকচার করা যায় না ৷ এবার এই সমস্যারও সমাধান হতে চলেছে ইনস্টাগ্রামের দৌলতে ৷ শীঘ্রই ইনস্টাগ্রামে যোগ হওয়া AI ফিচারের সাহায্যে তৈরি করা যাবে প্রোফাইল ছবি ৷ এবার মনের মতো ছবি না উঠলেও চিন্তা নেই ৷ কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে দেবে মনের মতো ছবি ৷ কবে থেকে এই ফিচার ইনস্টাগ্রামে আসবে তা জানা যায়নি ৷
মেটা-মালিকানাধীন সংস্থাটি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে আপাতত এই সুবিধা চালু করেছে । সম্প্রতি ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি ঘোষণা করেছিলেন, যে একটি নির্দিষ্ট সময়ের পরে অ্যাপটির স্বয়ংক্রিয় ফিড রিফ্রেশিং ফিচারটি বন্ধ হয়ে যাবে ৷ তা এখনও হয়নি ৷
ইনস্টাগ্রাম AIপ্রোফাইল পিকচার জেনারেশন ফিচার
ডেভেলপার আলেসান্দ্রো পালুজি ইনস্টাগ্রামের এই নতুন ফিচার সম্পর্কে ইতিমধ্যেই একটি পূর্বাভাস দিয়েছেন ৷ থ্রেডে এই সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানেই উল্লেখ করা হয়েছে, ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা তাদের প্রোফাইল ছবি আপডেট করার সময়, একটি নতুন অপশন পাবেন ৷ সেখানেই লেখা রয়েছে একটি AI প্রোফাইল ছবি তৈরি করুন। এরপরে এটির স্ক্রিনশট থ্রেডে শেয়ার করেছেন তিনি ৷