হায়দরাবাদ, 22 অগস্ট:পণ্য পরিবহণের ব্যবসা শুরু করতে গিয়ে অনেকেই থমকে যান ৷ বুঝে উঠতে পারেন না কী ধরনের পণ্যবাহী গাড়ি কেনা দরকার ৷ অথচ ব্যবসায় প্রথম দিকে অনেকে বেশি বিনিয়োগ করতে চান না ৷ সেক্ষেত্রে ঝুঁকি এড়াতে ছোট পণ্যবাহী গাড়ি কিনতে চান অনেকে ৷ 10 লাখের মধ্যে থাকা বেশ কিছু পণ্যবাহী ছোট ট্রাক বাজারে এসেছে বিভিন্ন গাড়ি কোম্পানি ৷ তার মধ্যে উল্লেখযোগ্য হল টাটা এসিই গোল্ড(Tata Ace Gold), মাহিন্দ্রা জিতো (Mahindra Jeeto), মারুতি সুজুকি সুপার ক্যারি(Maruti Suzuki Super Carry), টাটা ইন্ট্রা ভি30 (Tata Intra V30) এবং অশোক লেল্যান্ড দোস্ত+(Ashok Leyland Dost +) ৷ এই 5 পণ্যবাহী ট্রাক 10 লাখেরও কম দামে পাওয়া যাচ্ছে ৷
1. টাটা এসিই গোল্ড (Tata Ace Gold): টাটা কমার্শিয়াল ভেহিকেলের এই ছোট পণ্যবাহী ট্রাকটি ব্যবসা শুরু প্রথম ধাপে ব্যবহার করা যেতেই পারে ৷ টাটার এই ট্রাকটি সাধারণত 'ছোট হাতি' নামে বেশি পরিচিত ব্য়বসায়ীদের কাছে । এই ট্রাকটিতে 694 সিসি মাল্টি-পয়েন্ট ফুয়েল ইনজেকশন, 4-স্ট্রোক ওয়াটার-কুলড ইঞ্জিন রয়েছে ৷ এটি সিএনজি ও পেট্রেল দু’টি জ্বালানিতেই চলে ৷ 3.99 লক্ষ টাকা থেকে 6.69 লক্ষ টাকা (এক্স-শোরুম) মূল্য। ট্রাক ব্যবসা বা যেকোনও ধরনের পণ্যবাহী ব্য়বসা শুরু করতে চাইলে টাটার এই ট্রাকটি কেনা যেতে পারে ৷
2. মাহিন্দ্রা জিতো (Mahindra Jeeto):এই তালিকায় থাকা আর একটি ট্রাক হল Mahindra Jeeto ৷ এই পিকআপ ট্রাকটি 4.38 লক্ষ টাকা থেকে 5.08 লক্ষ টাকা (এক্স-শোরুম) দাম । এটিতে 625 সিসি ফোর স্ট্রোক, যা 20.1 এইচপি শক্তি এবং 44 নিউটন মিটার টর্ক ইঞ্জিন রয়েছে । এই পিকআপ ট্রাক সর্বোচ্চ 1485 কেজি ওজন বইতে পারে ৷