পশ্চিমবঙ্গ

west bengal

ভারতে আত্মপ্রকাশ AI ও 50 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত গুগল পিক্সেল 9 - Google Pixel 9

By ETV Bharat Bangla Team

Published : Aug 15, 2024, 2:24 PM IST

GOOGLE NEW PHONE: গুগল তার ফ্ল্যাগশিপ পিক্সেল 9 প্রকাশ করেছে ৷ দুই মাস আগেই গুগল জানিয়েছিল পিক্সেল ফোনের নতুন সিরিজ বাজারে আসতে চলেছে । পিক্সেল ফোনগুলি Android অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সন, যা অনায়েসেই অ্যাপলের সঙ্গে টেক্কা দিতে পারে ৷

Google Pixel 9
বাজারে এল গুগল পিক্সেল 9 (নিজস্ব চিত্র)

হায়দরাবাদ, 15 অগস্ট:টেক জায়েন্ট গুগল ভারতীয় বাজারে নিয়ে এল তাদের নতু মোবাইল ফোন পিক্সেল 9 ৷ ইনবিল্ট জেমিনি এআই বৈশিষ্ট্য রয়েছে এই স্মার্টফোন। অ্যাপল আইফোনের মতো গুগলও প্রতি বছর পিক্সেল সিরিজের নতুন ফোন বাজারে আনে। আর প্রতি মডেলেই থাকে নতুনত্ব। পিক্সেল 9 সিরিজে নতুন ফিচার্স রয়েছে ৷ এটিতে 50 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে ৷

পিক্সেল সিরিজের একাধিক ফোন এনেছে গুগল ৷ এই সিরিজে একাধিক স্মার্টফোন রয়েছে । তবে সবথেকে বড় আকর্ষণ জেমিনি এআই চ্যাটজিপিটিকে টেক্কা দিতে পারে এই পিক্সেল 9 ৷ চ্যাটবটের একাধিক আকর্ষণীয় ফিচার্স এই স্মার্টফোনে পাওয়া যাবে। রয়েছে অত্যাধুনিক 50 মেগাপিক্সেল ক্যামেরা। ভারতে এই ফোনের দামও প্রকাশ করেছে গুগল।

AI ও 50 মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত গুগল পিক্সেল 9 (ইটিভি ভারত)

গুগল পিক্সেল 9 সিরিজ:এই সিরিজে তিনটি স্মার্টফোন এনেছে গুগল। পিক্সেল 9-এর দাম 79,999 টাকা। দ্বিতীয় পিক্সেল 9 প্রো যার দাম 1,9,999 টাকা। আর পিক্সেল 9 প্রো এক্সএল যার দাম 1,24,999 টাকা। চারটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোনগুলি। 14 অগস্ট থেকে দেশে শুরু হবে প্রি-অর্ডার প্রক্রিয়া। আনুষ্ঠানিক ভাবে 22 অগস্ট থেকে এই ফোন বাজারে পাওয়া যাবে। তবে এখনই পিক্সেল প্রো মডেলের বিক্রি শুরু করবে না গুগল। কিছু দিন পর সেগুলি জনসাধারণের জন্য ছাড়া হবে। অনলাইন ও অফলাইনে সব জায়গাতেই কিনতে পারবেন গ্রাহকরা।

পিক্সেল 9 সিরিজের ফিচার্স:পিক্সেল 9 মডেলে 6.3 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। কর্নিং গরিলা গ্লাস সুরক্ষার পাশাপাশি মিলবে ওলেড ডিসপ্ল । গুগলের তৈরি টেনসর জি4 প্রসেসর দেওয়া হয়েছে। যা এআই মেশিন লার্নিংয়ের উপর ভিত্তি করে তৈরি। রয়েছে 12 জিবি ব়্যাম এবং 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে। রয়েছে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 10.5 মেগাপিক্সেল ফ্রন্ট । পিছনে একটি 48মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর রয়েছে। ব্যাটারি ক্যাপাসিটি 4,700 এমএএইচ। অন্যদিকে গুগল পিক্সেল 9 প্রো সিরিজে পাবেন 6.3 ইঞ্চি ডিসপ্লে। এতে আবার 16 জিবি ব়্যাম এবং 512 জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে। রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং সামনে 42 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা রয়েছে। প্রো এবং নন-প্রো দুই মডেলে একই ব্যাটারি ক্যাপাসিটি দিয়েছে গুগল।

ফিচারে ঠাসা গুগল পিক্সেল ৯ সিরিজে 14টি অ্য়ান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। তবে আরও একটি চমকপ্রদ ফিচার হল, এই সিরিজের সব মডেলেই 7 বছর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। যার মানে অ্যান্ড্রয়েড 21 ভার্সন পর্যন্ত আপডেট পাবেন ব্যবহারকারীরা ৷

ABOUT THE AUTHOR

...view details