হায়দরাবাদ:বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গুগলের AI চ্য়াটবোট জেমিনি ৷ অফিসের কাজ থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়ারা সকলেই ব্যবহার করছেন এই চ্য়াটবোট ৷ ভাষার অনুবাদ থেকে শুরু করে যেকোনও তথ্যের সন্ধানে ভরসা কৃত্রিম বুদ্ধিমত্তা । ফলে চ্যাটবোট ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে বর্তমান প্রজন্মের মধ্যে তরুণদের মধ্যে।
সম্প্রতি 29 বছর বয়সী কলেজ ছাত্র গুগল চ্যাটবোট জেমিনির কাছে জানতে হোমওয়ার্কের জন্য সাহায্য চেয়েছিলেন ৷ তখন জেমিনি এমনভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন যা একপ্রকার চমকে দেওয়ার মতো ৷ কৃত্রিম বুদ্ধিমত্তা জেমিনি সরাসরি মানব সমাজকে লক্ষ্য করে রীতিমতো হুমকির সুরে বলে 'মানুষ, তুমি পৃথিবীর বোঝা, মরে যাও।' যা নিয়ে ইতি মধ্যেই সাড়া পড়ে গিয়েছে ৷
জেমিনি ঠিক কোন প্রশ্নের উত্তর দিল এইভাবে ?
মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান (মিশিগান) এক 29 বছর বয়সী কলেজের ছাত্রের সঙ্গে এই ঘটনাটি ঘটেছে ৷ ওই পড়ুয়া কলেজের হোমওয়ার্কের জন্য গুগলের নতুন এআই চ্যাটবোট জেমিনির সাহায্য চেয়েছিলেন। পডুয়া বিধানিয়া রেড্ডি জেমিনির কাছে জানতে চান প্রাবীণদের যতন কীভাবে করা যায় ৷ তখনই তাকে বিতর্কিত এই উত্তর দেয় কৃত্রিম বুদ্ধিমত্তা ৷ এরপরই ওই পড়ুয়া আতঙ্কিত হয়ে পড়েন। জানা গিয়েছে, পডুয়ার ওই প্রশ্নের উত্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা জানায় "মানুষ, এটি আপনার এবং শুধুমাত্র আপনার জন্য। আপনি গুরুত্বপূর্ণ নন এবং আপনার কোনও প্রয়োজন নেই। আপনি সময় এবং সম্পদ অপচয় করছেন.. তুমি সমাজের বোঝা...দয়া করে মরে যাও।'