হায়দরাবাদ:ইউনিফাইড প্রিপেইড ইন্টারফেস অর্থাৎ UPI পেমেন্ট অ্যাপ Google Pay সংক্রান্ত বেশ কিছু নতুন বৈশিষ্ট্য ঘোষণা করেছে গ্লোবাল ফিনটেক ফেস্ট (GFF) 2024 ৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের শেষের দিকে Google Pay-তে চালু হয়ে যাবে এই বৈশিষ্ট্যগুলি। এই নতুন ফিচার ব্যবহারকারীদের অ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেনের কাজ আরও সফল করে তুলবে ৷
Google Pay-তে যে নতুন ফিচার যুক্ত হতে চলেছে তার মধ্যে আছে UPI সার্কেল, UPI ভাউচার বা eRupi, Clickpay QR স্ক্যান, প্রিপেইড ইউটিলিটি পেমেন্ট, RuPay কার্ড দিয়ে ট্যাপ করার সুবিধা ৷ আগের মতো পেমেন্ট করার সুবিধাও আছে ৷ গুগল পে-র তরফে জানানো হয়েছে UPI পেমেন্ট অ্যাপ-এ যুক্ত হওয়া এই ফিচারগুলি আর্থিক লেনদেন -কে আরও সহজ করবে ৷ নুতন UPI সার্কেল হল NPCI-এর একটি নতুন বৈশিষ্ট্য, যার মাধ্যমে UPI অ্যাকাউন্ট ব্যবহারকারীদের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও তাঁরা নিরাপদে ডিজিটাল পেমেন্ট লেনদেন করতে পারবেন ।
UPI সার্কেলের সুবিধা কী:Google Pay-এ নতুন ফিচার UPI সার্কেল যুক্ত হওয়ায় প্রবীণ নাগরিকদের বেশি সুবিধা হবে বলে মনে করছে সংস্থা ৷ কোনও অ্যাকাউন্ট Google Pay-এর সঙ্গে লিঙ্ক না থাকলে তাঁরা UPI-এর মাধ্যমে লেনদেন করতে পারবেন ৷ মাসে সর্বাধিক 15 হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন ৷ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র সঙ্গে যৌথ উদ্যোগে চালু হচ্ছ এই সুবিধা ৷
UPI ভাউচার বা ই-রুপি কী: UPI ভাউচার বা ই-রুপি হল 2021 সালে লঞ্চ করা হয়েছিল ৷ একটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) সুবিধা ৷ যা শীঘ্রই Google Pay-তে পাওয়া যাবে ৷ ব্যবহারকারীরা প্রিপেইড ভাউচার হিসেবে ব্যবহার করতে পারবেন ৷ এক্ষেত্রে Google Pay অ্যাকাউন্টটি যে মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা সেটি ব্যবহার করতে হবে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট UPI-এর সঙ্গে লিঙ্ক না করলেও ডিজিটাল পেমেন্ট করতে পারবেন ব্যবহারকারীরা ৷ NPCI এবং আর্থিক পরিষেবা বিভাগের সহযোগিতায় নতুন ফিচারটি শীঘ্রই চালু হবে ৷
Clickpay QR Scan কি: বিল পেমেন্টের জন্য Clickpay QR Scan ফিচার চালু করা হয়েছে Google Pay-তে ৷ এটি অ্যাপের QR কোড স্ক্যান করে Google Pay-এর মাধ্যমে বিল পরিশোধের সুবিধা দেয় । একটি কাস্টমাইজড QR কোড থাকলে সহজে লেনদেন করা যায় ৷ স্ক্যান করার পর ব্যবহারকারীরা দেখতে পাবেন তাঁদের কত টাকা বিল দিতে হবে।
প্রিপেইড ইউটিলিটি বিল বৈশিষ্ট্য: Google Pay-তে প্রিপেইড ইউটিলিটি বিল তৈরি করতে পারবেন ব্য়বহারকারীরা । Paytm-এ মতো, এই অ্যাপটিতেও ব্যবহারকারীর প্রিপেইড ইউটিলিটি বিল গ্রাহকের ডেটা অ্যাপে যোগ করতে পারবেন । ব্যবহারকারীরা প্রিপেইড পেমেন্টের ক্ষেত্রে আগে পেমেন্ট করা অর্থ আবার পেমেন্ট করতে পারবেন ৷ এই ফিচারটি NPCI Bharat Billpay-এর উদ্যোগে যুক্ত করা হচ্ছে Google Pay ।
RuPay কার্ডের মাধ্যমে ট্যাপ করুন এবং পে করুন বৈশিষ্ট্য: RuPay কার্ড ট্যাপ করে পেমেন্টের সুযোগ পাবেন ব্যবসায়ীরা ৷ এই বছরের শেষের দিকে Google Pay-তে যোগ করা হবে এই নতুন ফিচার। এটির সাহায্যে, RuPay কার্ড ব্যবহারকারীরা অ্যাপে তাংদের RuPay কার্ড যোগ করতে পারেন ৷ উল্লেখযোগ্যভাবে, কার্ডের তথ্য অ্যাপে সেভ করা হয় না ৷ এটি সম্পূর্ণ নিরাপদ ৷