হায়দরাবাদ, 23 অগস্ট:আবারও আপডেট হোয়াটসঅ্যাপে ৷ বেশ কিছুদিন ধরেই ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ ৷ ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করা হোয়াটসঅ্যাপের মন্ত্র ৷ এবার হোয়াটসঅ্যাপে তথ্যের পাশপাশি ফোন নম্বর গোপন করা যাবে ৷ শুধুমাত্র ইউজারনেম ব্যবহার করেই বার্তা পাঠনো যাবে হোয়াটসঅ্যাপে ৷ আপাতত এই সুবিধা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেই প্রযোজ্য ৷
হোয়াটঅ্যাপে বাধ্য়তামূলক 'PIN Lock'
অনেক সময়ে দেখা যায়, কাজের জন্য হোয়াটাসঅ্যাপ নম্বর আদান-প্রদান করতে হয় ৷ নতুন ফিচারে মেসেজ আদান-প্রদানের জন্য মোবাইল নম্বর জানার প্রয়োজন নেই ৷ হোয়াটসঅ্যাপ-এর 'ইউজারনেম' জানা থাকলেই মেসেজ পাঠানো যাবে ৷ আপনি যদি নতুন ব্য়ক্তির সঙ্গে চ্যাট করতে চান তবে আপনাকে ফোন নম্বরের পরিবর্তে শুধুমাত্র একটি ব্যবহারকারীর নাম দিলে হবে ৷ WABetaInfo-র তরফে জানানো হয়েছে, Android সংস্করণ 2.24.18.2 -এ নতুন ফিচারে এই সুবিধা ব্যবহার করা যাবে ৷ WhatsApp বিটা ব্যবহারকারীরা অ্যাকাউন্টে নাম দেওয়ার সময়ে একটি পিন নম্বর তৈরি হবে ৷ যাতে ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় থাকে ৷
আবারও নতুন ফিচার হোয়াটসঅ্যাপে, এবার সরাসরি নম্বর ডায়াল করা যাবে; চলবে নেট ছাড়াই