পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

আরও গোপনীয়তা হোয়াটসঅ্যাপে, নতুন ফিচারে অদৃশ্য হবে ফোন নম্বর - New Pin Lock Feature - NEW PIN LOCK FEATURE

New Feature on Whatapp: ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ক্রমশই বাড়ছে ৷ এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অযাচিত মেসেজ থেকে মুক্তি পাবেন 'PIN Lock' ফিচারের মাধ্যমে ৷ গোপন করা যাবে ফোন নম্বর ৷ গোপনীয়তায় ভরপুর নতুন 'PIN Lock' ফিচার ৷

New Feature on Whatapp
হোটাসঅ্যাপে আসতে চলেছে PIN Lock ফিচার (নিজস্ব চিত্র)

By ETV Bharat Tech Team

Published : Aug 23, 2024, 7:44 PM IST

হায়দরাবাদ, 23 অগস্ট:আবারও আপডেট হোয়াটসঅ্যাপে ৷ বেশ কিছুদিন ধরেই ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ ৷ ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করা হোয়াটসঅ্যাপের মন্ত্র ৷ এবার হোয়াটসঅ্যাপে তথ্যের পাশপাশি ফোন নম্বর গোপন করা যাবে ৷ শুধুমাত্র ইউজারনেম ব্যবহার করেই বার্তা পাঠনো যাবে হোয়াটসঅ্যাপে ৷ আপাতত এই সুবিধা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেই প্রযোজ্য ৷

হোয়াটঅ্যাপে বাধ্য়তামূলক 'PIN Lock'

অনেক সময়ে দেখা যায়, কাজের জন্য হোয়াটাসঅ্যাপ নম্বর আদান-প্রদান করতে হয় ৷ নতুন ফিচারে মেসেজ আদান-প্রদানের জন্য মোবাইল নম্বর জানার প্রয়োজন নেই ৷ হোয়াটসঅ্যাপ-এর 'ইউজারনেম' জানা থাকলেই মেসেজ পাঠানো যাবে ৷ আপনি যদি নতুন ব্য়ক্তির সঙ্গে চ্যাট করতে চান তবে আপনাকে ফোন নম্বরের পরিবর্তে শুধুমাত্র একটি ব্যবহারকারীর নাম দিলে হবে ৷ WABetaInfo-র তরফে জানানো হয়েছে, Android সংস্করণ 2.24.18.2 -এ নতুন ফিচারে এই সুবিধা ব্যবহার করা যাবে ৷ WhatsApp বিটা ব্যবহারকারীরা অ্যাকাউন্টে নাম দেওয়ার সময়ে একটি পিন নম্বর তৈরি হবে ৷ যাতে ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় থাকে ৷

আবারও নতুন ফিচার হোয়াটসঅ্যাপে, এবার সরাসরি নম্বর ডায়াল করা যাবে; চলবে নেট ছাড়াই

ইউজার নেম এবং পিন প্রয়োজন

নিশ্চয় ভাবছেন এবার তবে ইউজারনেমটাকে গোপন রাখতে হবে, অপ্রয়োজনীয় চ্যাট আটকাতে ৷ এতো আর এক সমস্যা ! তা কিন্তু একেবারেই নয় ৷ ইউজার নেম ব্যবহার করে কোনও ব্যক্তিকে বার্তা পাঠাতে গেলে, যাকে মেসেজ পাঠাতে চাইছেন তাঁর ইউজারনেম ও আপনার পিন নম্বর উল্লেখ করতে হবে ৷ এটি চার অঙ্কের পিন নম্বর ৷ তবে কোনও ব্যক্তির সঙ্গে নতুন করে চ্যাট শুরু করতে গেলে এই পিন নম্বর দিতে হবে ৷ পুরনো চ্যাটের ক্ষেত্রে এই পিন নম্বর দিতে হবে না ব্যবহারকারীদের ৷

কবে থেকে সুবিধা মিলবে ব্যবহারকারীদের ?

হোয়াটসঅ্যাপের বিটার নিজস্ব ওয়েবসাইট থেকে জানা গিয়েছে আপাতত এটি পরীক্ষামূলক পর্যায়ে আছে ৷ওয়াববেটা ইনফো, যে সংস্থাটি হোয়াটসঅ্যাপে আপডেট সরবরাহ করে, তাদের ব্লগে নতুন পিন লক ফিচারের তথ্য দেওয়া হয়েছে ৷ ব্যবহারকারীর নিরাপত্তা ও অপরিচিত নম্বর থেকে মেসেজ আসা নিয়ন্ত্রণ করতে এই ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে কীভাবে ব্যবহার করবেন Meta AI

ABOUT THE AUTHOR

...view details