পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

সেনাদের জন্য হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি ডিআরডিও-আইআইটির - Delhi IIT Invention - DELHI IIT INVENTION

Lightweight Bulletproof Jackets: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-দিল্লির গবেষকদের সহযোগিতায় হালকা ওজনের বুলেটপ্রুফ জ্যাকেট (এবিএইচইডি-অ্যাডভান্সড ব্যালিস্টিক ফর হাই এনার্জি ডিফিট) তৈরি করেছে।

Lightweight Bulletproof Jackets
সেনাদের জন্য হালকা বুলেট প্রুফ জ্যাকেট (ইটিভি ভারত)

By ETV Bharat Tech Team

Published : Sep 27, 2024, 1:07 PM IST

হায়দরাবাদ:সেনাদের নিরাপত্তায় শক্তিশালী হল প্রতিরক্ষা বিভাগ ৷ ডিআরডিও (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) ও দিল্লি আইআইটি যৌথ উদ্যোগে তৈরি করেছে হালকা ওজনের বুলেট প্রুফ জ্যাকেট ৷ যার নাম অ্যাডভান্সড ব্যালিস্টিক ফর হাই এনার্জি ডিফিট (ABHED)। সেনাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতেই এই উদ্যোগ ৷ প্রয়োজনীয় সমস্ত পরীক্ষায় পাস করে গিয়েছে এই জ্যাকেট ৷

রাজনাথের সফর চলাকালীন আমেরিকার থেকে 52.8 মিলিয়ন মার্কিন ডলারের যুদ্ধাস্ত্র কিনল ভারত

বিদেশী বুলেটপ্রুফ জ্যাকেটের থেকে হালকা:সেনাদের সুরক্ষায় এইজ্যাকেটটি DRDO-র ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিক সেন্টার অফ এক্সিলেন্সে তৈরি করেছে । আপাতত দু’টি সংস্করণ তৈরি করা হচ্ছে । এটি 360ডিগ্রি অর্থাৎ সমস্ত দিক থেকে সুরক্ষা দিতে সক্ষম ৷ প্রসঙ্গত, বর্তমানে দেশের সেনারা যে বুলেট প্রুফ জ্যাকেট পড়েন সেটি 10.5 কেজি ওজনের ৷ নতুন তৈরি করা এই জ্যাকেটের ওজন বিদেশী জ্যাকেটের তুলনায় 2.5 কেজি কম। নতুন ABHED জ্যাকেটের ওজন 8.2 থেকে 9.5 কেজির মধ্যে ৷

প্রতিরক্ষায় 6.22 লক্ষ কোটি টাকা, সর্বোচ্চ বরাদ্দের জন্য নির্মলাকে ধন্যবাদ রাজনাথের

জ্যাকেটের বৈশিষ্ট্য:প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, হালকা ওজনের জ্যাকেটগুলি তৈরি করা হয়েছে পলিমার এবং দেশীয় বোরন কার্বাইড সেরামিক দিয়ে ৷ DRDO-এর তত্বাবধানে এই বিশেষ জ্যাকেটগুলির জিজাইন করা হয়েছে ৷ বিশেষ মেটিরিয়ালসের মাধ্যমে তৈরি হওয়ায় এটি উচ্চচাপ (high-velocity pressure) সহ্য করতে পারে ৷ সেনা প্রটোকল অনুযায়ী জ্যাকেটটি সমস্ত পরীক্ষা-নিরীক্ষাতে উত্তীর্ণ হয়ে গিয়েছে ৷

ভারতের 6.24 লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা বাজেট বিশ্লেষণ

শুধু তাই নয়, স্নাইপার বুলেট থেকে শুরু করে সমস্ত ধরনের গোলা-বারুদের আঘাত থেকেও সুরক্ষা দেবে ভারতীয় জওয়ানদের ৷ BIS লেভেল 6 ZAC ও একসঙ্গে আটটি AK 47-এর বুলেটও কিছু হবে না এ টির ৷ প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের সচিব এবং ডিআরডিও চেয়ারম্যান ড. সমীর ভি. কামাত বলেন, "আমি এই কৃতিত্বের জন্য DIA-CoE কে অভিনন্দন জানাই। হালকা ওজনের বুলেট প্রুফ জ্যাকেট সেনাদের অত্যন্ত প্রয়োজন ৷ এটি তৈরি করে DRDO, অ্যাকাডেমিক এবং প্রতিরক্ষা গবেষকরা প্রতিরক্ষা মন্ত্রকের মুকুটে নয়া পালক যোগ করেছে ৷"

উল্লখ্যে,2022 সালে দিল্লি IIT-কে DRDO-র জয়েন্ট অ্যাডভান্সড টেকনোলজি সেন্টারে রূপান্তর করা হয় ৷ যেখানে প্রতিরক্ষা বিষয়ক গবেষণা ও উন্নয়নের জন্য প্রতিনিয়ত গবেষণা চলছে ৷ সেই গবেষণাতেই মিলছে অভূতপর্ব সাফল্য ৷

প্রতিরক্ষা উৎপাদন ও রফতানিতে ভারতের সম্ভাবনা

ABOUT THE AUTHOR

...view details