হায়দরাবাদ: মোবাইল ফোন চালু রাখতে গেলে রিচার্জ করতেই হবে। অ্যাক্টিভ রিচার্জ প্ল্যান ছাড়া কিছুই করা যাবে না ৷ প্রতিটি গ্রাহক নিজস্ব চাহিদা অনুযায়ী মোবাইল রিচার্জ করেন ৷ তবে রিচার্জ প্ল্যানের দাম বেড়ে যাওয়ায় সস্তায় ভালো রিচার্জ প্ল্যানের প্রতি ঝোঁক বেশি গ্রাহকদের ৷ বেসরকারি সার্ভিস প্রোভাইডার সংস্থা রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য সস্তায় বেশ কয়েকটি প্ল্যান এনেছে ৷ যার মধ্যে বেশ জনপ্রিয় Jio-এর 28 দিনের রিচার্জ প্ল্যান ৷ Jio তার ব্যবহারকারীদের জন্য 28 দিনের বৈধতা আছে 3টি রিচার্জ প্ল্যান এনেছে । দেখে নিন 28 দিনের রিচার্জ প্ল্যানগুলি ৷
31 হাজার টাকায় আইফোন 15, কীভাবে-কোথায় বিস্তারিত জানুন
- Jio 28 দিনের রিচার্জ প্ল্যান
199 জিও প্ল্যান
প্যাকের মেয়াদ- 28 দিন
ডেটা- 2GB/মাসে (4জি)
কলিং- আনলিমিটেড
এসএমএস- 100 SMS/দিন
মেম্বারশিপ - JioTV, JioCinema, JioCloud
একান্ত ব্যক্তিগত! iOS 18 আপডেট করলেই অ্যাপলকের সুবিধা
প্যাকের মেয়াদ- 28 দিন
ডেটা- 28GB, 1GB/দিন
কলিং- আনলিমিটেড
এসএমএস- 100 SMS/দিন
সাবস্ক্রিপশন- JioTV, JioCinema, JioCloud
দেখতে বইয়ের মতো, প্রথম ট্রাই ফোল্ড স্মার্টফোন লঞ্চ করল Huawei
প্যাকের মেয়াদ- 28 দিন
ডেটা- 42GB, 1.5GB/দিন
কলিং- আনলিমিটেড
SMS- 100 SMS/দিন
JioTV, JioCinema, JioCloud ব্যবহারের সুযোগ
আকর্ষণীয় ফিচার থেকে শুরু করে AI-এর সুবিধা রিয়েলমি P2 PRO 5G তে
কোন রিচার্জ প্ল্যান আপনার জন্য সঠিক ?
Jio ব্যবহারকারীরা 28 দিনের বৈধতা চাইলে এই 3টি প্ল্যানের মধ্যে একটি বেছে নিতে পারেন ৷ যদি ডেটার প্রয়োজন খুব বেশি না-হয় তবে 199 টাকার Jio প্ল্যান বেছে নিতে পারেন ৷ প্রয়োজন অনুযায়ী ইন্টারনেট ব্যবহার করার সুবিধা দেবে ৷ এছাড়াও, আপনি ওয়েব ব্রাউজিং এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। সেই সঙ্গে যদি আপনার ডেটা ব্যবহারের প্রয়োজন চেয়ে বেশি হয়, আপনি 249 টাকার রিচার্জ প্ল্যানটি বেছে নিতে পারেন। এই রিচার্জ প্ল্যানে আপনি প্রতিদিনের প্রয়োজন অনুযায়ী 1GB ডেটা পাবেন। যদি দৈনিক প্রয়োজনের জন্য 1GB ডেটা অপর্যাপ্ত বলে মনে হয়, আপনি 1.5GB রিচার্জ প্ল্যান বেছে নিতে পারেন। 299 টাকার রিচার্জ প্ল্যানটি বেছে নিতে পারেন ব্যবহারকারীরা ৷