হায়দরাবাদ:অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করতে চলেছেBlinkit ৷ এতদিন সাধারণত পণ্য সরবারাহ করত সংস্থাটি ৷ এবার 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করতে চলেছে ৷ আপাতত দিল্লি (NCR) ও গুরগ্রামে এলাকাতে এই পরিষেবা চালু হয়েছে ৷ বর্তমানে 5টি অ্যাম্বুলেন্স এই পরিষেবা দেবে ৷ এই সমস্ত অ্য়াম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার এবং অটোমেটেড এক্সটারনাল ডিফিব্রিলেটর (AED) এর মতো গুরুত্বপূর্ণ লাইফ সাপোর্ট সিস্টেম থাকবে ৷
আগামী সপ্তাহে বিশ্বব্যাপি লঞ্চ করতে চলেছে Redmi Note 14 সিরিজ
10 মিনিটের অ্যাম্বুলেন্স পরিষেবা
সূত্রের খবর, Blinkit-এর অ্যাম্বুলেন্সে একজন প্যারামেডিক, একজন হেল্পার এবং একজন প্রশিক্ষিত ড্রাইভার থাকবে ৷ যাতে যেকোনও পরিস্থিতিতে যত দ্রুত রোগীকে চিকিৎসা পরিষেবায় প্রদান করতে পারে ৷ এই প্রসঙ্গেই, Blinkit-এর সিইও অ্যালবিন্দর ধিন্দসা (Albinder Dhindsa) X হ্যান্ডেলে একটি টুইট করে এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার ঘোষণা করেছেন । তাঁর মতে, আগামিদিনে Blinkit ভারতের অন্যান্য শহরগুলিতে অ্যাম্বুলেন্স পরিষেবার চালুর পরিকল্পনা করছে। সিইও জানিয়েছেন যে বর্তমানে, ব্লিঙ্কিটের অ্যাম্বুলেন্স পরিষেবাটি স্কেলিং-আপ পর্যায়ে রয়েছে, তবে আগামী দুই বছরের মধ্যে এটি দেশের সমস্ত বড় শহরে চালু করার লক্ষ্য রয়েছে।