পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা Blinkit-এর, থাকবে লাইফ সাপোর্ট সিস্টেম - BLINKIT AMBULANCE SERVICE

এবার অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করতে চলেছে Blinkit ৷ 10 মিনিটের মধ্যে রোগীর লাইফ সাপোর্ট সিস্টেম-সহ এই পরিষেবা চালুহতে চলেছে ৷

BLINKIT AMBULANCE SERVICE
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Tech Team

Published : Jan 4, 2025, 4:21 PM IST

হায়দরাবাদ:অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করতে চলেছেBlinkit ৷ এতদিন সাধারণত পণ্য সরবারাহ করত সংস্থাটি ৷ এবার 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করতে চলেছে ৷ আপাতত দিল্লি (NCR) ও গুরগ্রামে এলাকাতে এই পরিষেবা চালু হয়েছে ৷ বর্তমানে 5টি অ্যাম্বুলেন্স এই পরিষেবা দেবে ৷ এই সমস্ত অ্য়াম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার এবং অটোমেটেড এক্সটারনাল ডিফিব্রিলেটর (AED) এর মতো গুরুত্বপূর্ণ লাইফ সাপোর্ট সিস্টেম থাকবে ৷

আগামী সপ্তাহে বিশ্বব্যাপি লঞ্চ করতে চলেছে Redmi Note 14 সিরিজ

10 মিনিটের অ্যাম্বুলেন্স পরিষেবা

সূত্রের খবর, Blinkit-এর অ্যাম্বুলেন্সে একজন প্যারামেডিক, একজন হেল্পার এবং একজন প্রশিক্ষিত ড্রাইভার থাকবে ৷ যাতে যেকোনও পরিস্থিতিতে যত দ্রুত রোগীকে চিকিৎসা পরিষেবায় প্রদান করতে পারে ৷ এই প্রসঙ্গেই, Blinkit-এর সিইও অ্যালবিন্দর ধিন্দসা (Albinder Dhindsa) X হ্যান্ডেলে একটি টুইট করে এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার ঘোষণা করেছেন । তাঁর মতে, আগামিদিনে Blinkit ভারতের অন্যান্য শহরগুলিতে অ্যাম্বুলেন্স পরিষেবার চালুর পরিকল্পনা করছে। সিইও জানিয়েছেন যে বর্তমানে, ব্লিঙ্কিটের অ্যাম্বুলেন্স পরিষেবাটি স্কেলিং-আপ পর্যায়ে রয়েছে, তবে আগামী দুই বছরের মধ্যে এটি দেশের সমস্ত বড় শহরে চালু করার লক্ষ্য রয়েছে।

মার্চের মধ্যে 75টি শহরে Vi-এর 5জি পরিষেবা, কমবে ডেটা খরচ

অ্যাম্বুলেন্সে কি কি সুবিধা থাকবে

রোগীর পরিবারের একটি মাত্র কলেই অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে ৷ প্রতিটি অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার, এইডি, স্ট্রেচার, মনিটর, সাকশন মেশিন, ওষুধ ও ইঞ্জেকশনের পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা সামগ্রী থাকবে । রোগীর প্রাথমিক চিকিৎসার জন্য একজন প্যারামেডিক, একজন সহকারী এবং একজন প্রশিক্ষিত ড্রাইভারও অ্যাম্বুলেন্সে উপস্থিত থাকবেন ।

10 মিনিটে রোগীদের অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে কত টাকা দিতে হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে । কত টাকা দিতে হবে তা উল্লেখ করা হয়নি ৷ ব্লিঙ্কিটের তরফে জানানো হয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা কোম্পানির আর্থিক লক্ষ্য পূরণের লক্ষ্য জন্য নয়। সংস্থাটি বলছে যে ব্লিঙ্কিটের অ্যাম্বুলেন্স পরিষেবাটি সাশ্রয়ী মূল্যে নাগরিকরা পাবেন ৷

নতুন বছরে গাড়ি কিনতে চান, দেখে নিন কোন কোন মডেল বাজারে আসছে

ABOUT THE AUTHOR

...view details