ক্যালিফোর্নিয়া, 11 মে:কয়েকদিন আগেই অ্যাপেল বাজারে এনেছে নেক্সস্ট জেনারেশন আই প্যাড প্রো ও আইপ্যাড এয়ার্স ৷ নতুন মডেলগুলিতে অত্য়াধুনিক প্রযুক্তির প্রসেসর ব্যবহার করা হয়েছে ৷ পাশাপাশি ডিসপ্লেটিও বেশ বড় ৷ এক কথায় বলা যায় আপডটেড ট্যাবলেট বাজারে এনেছে অ্যাপেল ৷ সংস্থার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই গেজেট দু’টির আপডেট সংস্করণের কথা ৷
কয়েকবছর আগে বিশ্বজুড়ে অতিমারীর প্রভাব পড়েছিল অ্যাপেলের ব্য়বসাতেও ৷ সেই সময়েই সংস্থার ক্যালিফোর্নিয়ার কিউপারটিনোর সদর দফতর থেকে ব্যবসায়িক মন্দার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল ৷ মন্দা থেকে ঘুরে দাঁড়াতে সংস্থাটি তাদের পণ্যগুলির অত্যাধুনিকরণ শুরু করেছে ৷ আগামী মাসেই আইফোন, আইপ্যাড এবং ম্যাকবুকের অপারেটিং সিস্টেমেও আপডেট করা হবে জানানো হয়েছে সংস্তার পক্ষ থেকে ৷ যার ফলে আরও বিক্রি বাড়বে বলে আশা করেছে সংস্থাটি ৷ পাশাপাশি অ্যাপেলের গ্যাজেটে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ৷
নেক্সস্ট জেনারেশন আই প্যাড প্রো (Next generation Ipad pro)
নতুন আইপ্যাডের দু’দিকেই ঘণ্টা ও হুইসেলের ব্যবহার করা হয়েছে ৷ গ্যজেটির আপডেট করা হলেও দামে কোনও পরিবর্তন আনা হয়নি ৷ পাশাপাশি, আইপ্যাড প্রো-র ডিজাইনেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে ৷ আপডেটেড এই মডেলে এম-4 প্রসেসর ব্য়বহার করা হয়েছে ৷ এছাড়াও রয়েছে আরও উজ্বল ডিসপ্লে, ওলয়েড প্যানেল ৷ 11 ইঞ্চি মডেলের দাম 999 মার্কিন ডলার, 13 ইঞ্চি মডেলের 1 হাজার 299 মার্কিন ডলার ৷