পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

শীঘ্রই বাজারে আসতে চলেছে অ্যাপেলের নতুন মডেলের আই প্যাড প্রো ও এয়ার্স - Announcements from Apple

Announcements from Apple: চলতি মাসেই বাজারে আসছে অ্যাপেলের দু’টি নতুন মডেলের আই প্যাড প্রো ও আইপ্যাড এয়ার্স ৷ যেগুলি অত্যাধুনিক ও উন্নত প্রযুক্তির ৷ নতুন এই গ্যাজেটগুলিতে এম-2 প্রসেসর ব্যবহার করা হয়েছে ৷ এই দু’টি গ্যাজেটের ডিসপ্লে বেশ বড় ৷ ল্যান্ডস্কেপ ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং দ্রুততর ওয়াই-ফাইয়ের সুবিধা ৷

Announcements from Apple
শীঘ্রই বাজারে আসতে চলেছে অ্যাপেলের নতুন মডেল (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 3:00 PM IST

ক্যালিফোর্নিয়া, 11 মে:কয়েকদিন আগেই অ্যাপেল বাজারে এনেছে নেক্সস্ট জেনারেশন আই প্যাড প্রো ও আইপ্যাড এয়ার্স ৷ নতুন মডেলগুলিতে অত্য়াধুনিক প্রযুক্তির প্রসেসর ব্যবহার করা হয়েছে ৷ পাশাপাশি ডিসপ্লেটিও বেশ বড় ৷ এক কথায় বলা যায় আপডটেড ট্যাবলেট বাজারে এনেছে অ্যাপেল ৷ সংস্থার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই গেজেট দু’টির আপডেট সংস্করণের কথা ৷

কয়েকবছর আগে বিশ্বজুড়ে অতিমারীর প্রভাব পড়েছিল অ্যাপেলের ব্য়বসাতেও ৷ সেই সময়েই সংস্থার ক্যালিফোর্নিয়ার কিউপারটিনোর সদর দফতর থেকে ব্যবসায়িক মন্দার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল ৷ মন্দা থেকে ঘুরে দাঁড়াতে সংস্থাটি তাদের পণ্যগুলির অত্যাধুনিকরণ শুরু করেছে ৷ আগামী মাসেই আইফোন, আইপ্যাড এবং ম্যাকবুকের অপারেটিং সিস্টেমেও আপডেট করা হবে জানানো হয়েছে সংস্তার পক্ষ থেকে ৷ যার ফলে আরও বিক্রি বাড়বে বলে আশা করেছে সংস্থাটি ৷ পাশাপাশি অ্যাপেলের গ্যাজেটে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ৷

নেক্সস্ট জেনারেশন আই প্যাড প্রো (Next generation Ipad pro)

নতুন আইপ্যাডের দু’দিকেই ঘণ্টা ও হুইসেলের ব্যবহার করা হয়েছে ৷ গ্যজেটির আপডেট করা হলেও দামে কোনও পরিবর্তন আনা হয়নি ৷ পাশাপাশি, আইপ্যাড প্রো-র ডিজাইনেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে ৷ আপডেটেড এই মডেলে এম-4 প্রসেসর ব্য়বহার করা হয়েছে ৷ এছাড়াও রয়েছে আরও উজ্বল ডিসপ্লে, ওলয়েড প্যানেল ৷ 11 ইঞ্চি মডেলের দাম 999 মার্কিন ডলার, 13 ইঞ্চি মডেলের 1 হাজার 299 মার্কিন ডলার ৷

আই প্যাড এয়ার (iPad Air)

নতুন আইপ্যাড এয়ার্সে রয়েছে অত্যাধুনিক এম2 চিপ ৷ এই গ্যাজেটটির ডিজাইনও নতুন করা হয়েছে ৷ আছে বেস স্টোরেজ, 13-ইঞ্চি ডিসপ্লে ও একটি রি-সেন্টারর্ড ক্যামেরা আছে ৷ নতুন মডেলের আই প্যাড এয়ারে অ্যাপল পেন্সিল প্রো ব্যবহার করা যাবে ৷ 11-ইঞ্চি ডিসপ্লে আইপ্যাড এয়ারের দাম 599 মার্কিন ডলার, 13-ইঞ্চি ডিসপ্লের মডেলটির দাম 799- মার্কিন ডলার ৷ তবে 10ম জেনারেশন আইপ্যাডের দাম অনেকটাই কম ৷ 349 থেকে 449 মার্কিন ডলারে মিলবে এই আই প্যাড ৷

উল্লেখ্য়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসে সংস্থার ট্যাবলেট বিক্রি 17 শতাংশ কমে যায় ৷ 2010 সালে অ্যাপেল বাজারজাত করে তাদের ট্যাবলেট ৷ যেটি সংস্থার বিক্রি 6 শতাংশ বৃদ্ধি করে ৷ সংস্থার ফরেস্টার রিসার্চার দীপাঞ্জন চট্টোপাধ্যায় বলেন, "অ্যাপেলের প্রতিটি গ্যাজেটের আপডেট হয়েছে ৷ যাতে গ্রাহকদের কাছে সেগুলি আরও গ্রহণযোগ্য হয় ৷ সংস্থার আর্থিক ক্ষতি কিছুটা হলেও কমানো যায় ৷ আপাতত অ্যাপেলের নতুন আপডেটেড মডেলগুলি চলতি মাসের 15 তারিখ থেকে বাজারে পাওয়া যাবে ৷"

আরও পড়ুন:

  1. জাতীয় নিরাপত্তায় উদ্বেগ, অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ-থ্রেড সরাল অ্যাপল
  2. যে কোনও সময় হ্যাক হতে পারে সাধের আইফোন! সাবধান হোন সাইবার বিশেষজ্ঞের পরামর্শে
  3. সাবধান! পাবলিক প্লেসের চার্জিং পয়েন্ট ব্যবহারে সমূহ বিপদ

ABOUT THE AUTHOR

...view details