হায়দরাবাদ:অ্যাপল ভারতে লঞ্চ করল iOS 18.2 ৷ আইফোনের পাশাপাশি আইপ্যাড, ম্যাক ব্যবহারকারীরাও নতুন অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন ৷ নতুন আপডেটটিতে অ্যাপল ইন্টেলিজেন্সের সুবিধা রয়েছে ৷ চলতি বছরের সেপ্টম্বর মাসে আইফোন 16 লঞ্চ করার সময়েই এই অ্যাপল ইন্টেলিজেন্সের কথা উল্লেখ করেছিল সংস্থাটি ৷ নতুন আপডেটে রয়েছে ইমেজ প্লে-গ্রাউন্ড, জেনমোজি, ইমেজ ওয়ান্ড, রাইটিং টুলস, চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন, একটি নতুন ডিজাইন করা সিরি ।
গেমিং স্পেশাল ফিচারের সেরা পাঁচ স্মার্টফোন, দাম 20 হাজারের কম
অ্যাপল ইন্টেলিজেন্স ও iOS 18.2 অন্যান্য ফিচার
ChatGPT ইন্টিগ্রেশন: Apple iOS, iPadOS, এবং macOS সঙ্গে ChatGPT-র Siri ব্যবহার করতে পারবেন ৷ ChatGPT ডিফল্ট সেটিংস অপশন থাকায় আলাদা ChatGPT অ্যাকাউন্টের প্রয়োজন নেই । অ্যাপলের সমস্ত নিরাপত্তা বজায় থাকবে ৷
ইমেজ প্লেগ্রাউন্ড: ব্যবহারকারীরা সহজেই থিম, টেক্সট মাধ্যমে বর্ণনা এবং ফটো দিয়ে অনন্য ছবি তৈরি করতে পারবেন এই ফিচারের মাধ্যমে ৷ অ্যানিমেশন এবং ইলাস্ট্রেশনের কাজও হবে ইমেজ প্লেগ্রাউন্ডে ।
অ্যাপল ইন্টেলিজেন্স চালিত জেনমোজি: কাস্টমাইজেশনের সুবিধা থাকায় ইমোজিও ক্রিয়েট করা যাবে ৷ ব্যবহারকারীরা ব্যক্তিগত ও পছন্দের ইমোজি তৈরি করতে পারবেন ৷
ক্যামেরা কন্ট্রোলের মাধ্যমে iPhone 16-এ ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স তাৎক্ষণিকভাবে বস্তু এবং জায়গা চিহ্নিত করতে পারে ৷ যেকোনও লেখা অনুবাদ, যোগাযোগের তথ্য সনাক্তকরণ থেকে শুরু করে স্মার্ট অনুসন্ধান এবং সমস্যার দ্রুত সমাধান করতে পারেজেনমোজি ৷