পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

iOS 18.2-তে রয়েছে Apple Intelligence, কারা ব্যবহার করতে পারবেন দুর্ধর্ষ এই ফিচার - APPLE IOS UPDATE

Apple ভারতে iOS 18.2 চালু করেছে ৷ দেখে নিন কোন iPhone মডেলগুিতে Apple Intelligence থেকে শুরু করে ChatGPT ইন্টিগ্রেশন, ইমেজ প্লেগ্রাউন্ড, Genmoji সাপোর্ট করবে ৷

iOS 18.2
অ্যাপল আইওএস 18.2 ভারতে যোগ্য আইফোনগুলির জন্য এআই বৈশিষ্ট্য সহ এসেছে (ইটিভি ভারত)

By ETV Bharat Tech Team

Published : Dec 12, 2024, 5:30 PM IST

হায়দরাবাদ:অ্যাপল ভারতে লঞ্চ করল iOS 18.2 ৷ আইফোনের পাশাপাশি আইপ্যাড, ম্যাক ব্যবহারকারীরাও নতুন অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন ৷ নতুন আপডেটটিতে অ্যাপল ইন্টেলিজেন্সের সুবিধা রয়েছে ৷ চলতি বছরের সেপ্টম্বর মাসে আইফোন 16 লঞ্চ করার সময়েই এই অ্যাপল ইন্টেলিজেন্সের কথা উল্লেখ করেছিল সংস্থাটি ৷ নতুন আপডেটে রয়েছে ইমেজ প্লে-গ্রাউন্ড, জেনমোজি, ইমেজ ওয়ান্ড, রাইটিং টুলস, চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন, একটি নতুন ডিজাইন করা সিরি ।

গেমিং স্পেশাল ফিচারের সেরা পাঁচ স্মার্টফোন, দাম 20 হাজারের কম

অ্যাপল ইন্টেলিজেন্স ও iOS 18.2 অন্যান্য ফিচার

ChatGPT ইন্টিগ্রেশন: Apple iOS, iPadOS, এবং macOS সঙ্গে ChatGPT-র Siri ব্যবহার করতে পারবেন ৷ ChatGPT ডিফল্ট সেটিংস অপশন থাকায় আলাদা ChatGPT অ্যাকাউন্টের প্রয়োজন নেই । অ্যাপলের সমস্ত নিরাপত্তা বজায় থাকবে ৷

ইমেজ প্লেগ্রাউন্ড: ব্যবহারকারীরা সহজেই থিম, টেক্সট মাধ্যমে বর্ণনা এবং ফটো দিয়ে অনন্য ছবি তৈরি করতে পারবেন এই ফিচারের মাধ্যমে ৷ অ্যানিমেশন এবং ইলাস্ট্রেশনের কাজও হবে ইমেজ প্লেগ্রাউন্ডে ।

অ্যাপল ইন্টেলিজেন্স চালিত জেনমোজি: কাস্টমাইজেশনের সুবিধা থাকায় ইমোজিও ক্রিয়েট করা যাবে ৷ ব্যবহারকারীরা ব্যক্তিগত ও পছন্দের ইমোজি তৈরি করতে পারবেন ৷

ক্যামেরা কন্ট্রোলের মাধ্যমে iPhone 16-এ ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স তাৎক্ষণিকভাবে বস্তু এবং জায়গা চিহ্নিত করতে পারে ৷ যেকোনও লেখা অনুবাদ, যোগাযোগের তথ্য সনাক্তকরণ থেকে শুরু করে স্মার্ট অনুসন্ধান এবং সমস্যার দ্রুত সমাধান করতে পারেজেনমোজি ৷

অ্যাপল ইন্টেলিজেন্সের কোন কোন ডিভাইসে সাপোর্ট করবে

উল্লেখযোগ্যভাবে, শুধুমাত্র iPhone 16 সিরিজ এবং iPhone 15 Pro মডেলে Apple Intelligence বৈশিষ্ট্যগুলি চালানোর জন্য যোগ্য ৷ ডিভাইস এবং সিরির ভাষা ইংরেজিতে সেট করা থাকলে তবেই অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করা যাবে । ইতিমধ্যে M1-সহ Mac এবং পরবর্তীত কালে A17 Pro/M1-সহ iPad এবং পরবর্তীতে Apple Intelligence চালানো যাবে ৷

iOS 18.2 আপডেট সাপোর্ট

iOS 18.2 আপডেটটি iPhone 16 সিরিজ, iPhone 15 সিরিজ, iPhone 14 সিরিজ, iPhone 13 সিরিজ, iPhone 12 সিরিজ, iPhone 11 সিরিজ, iPhone XR, iPhone XS, iPhone XS Max, এবং iPhone SE (দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্ম) ব্যবহারকারীরা iOS 18.2আপডেট করতে পারবেন ৷

কিভাবে iOS 18.2 ইনস্টল করবেন

iOS 18.2 আপডেট ডাউনলোড করতে, আইফোনে সেটিংস অ্যাপ খুলে General > Softwere Update > Downlod And Install-এ ক্লিক করতে হবে ৷ নতুন iOS 18.2-এ নিরাপত্তা আগের মতোই থাকবে ৷

গুগলে যোগ হল নতুন ফিচার 'Search Without Personalization'

ABOUT THE AUTHOR

...view details