পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

নতুন iPhone SE 4-এ রয়েছে A18 চিপসেট ও অ্যাপল ইন্টেলিজেন্স - IPHONE SE 4 LAUNCH

সস্তা হলেও প্রিমিয়াম টেকনোলজিতে সবই রয়েছে iPhone SE 4 -এ ৷ এপ্রিল নয় আগামী সপ্তাহে লঞ্চ হতে পারে iPhone SE 4 ৷

IPHONE SE 4
iPhone SE 4 (ছবি Shea X Account)

By ETV Bharat Tech Team

Published : Feb 7, 2025, 1:56 PM IST

হায়দরাবাদ:চলতি বছরের অক্টোবরে লঞ্চ হতে পারেআইফোন 17 ৷ আগে বাজারে আসছে iPhone SE 4-এর আপডেটে ভারসন ৷ আগে জানানো হয়েছিল এপ্রিলে লঞ্চ হতে পারে Phone SE 4 ৷ আগামী সপ্তাহে লঞ্চ করার সম্ভাবনা রয়েছে এই মডেলের । এই মডেলটি 2022 সালে লঞ্চ হওয়া iPhone SE 3 -র আপডেটেড মডেল হিসেবে লঞ্চ করা হবে ৷ নতুন Phone SE 4-এর ডিজাইনে আগের থেকে অনেকটাই পরিবর্তন করা হয়েছে ৷

এপ্রিলে লঞ্চ করতে পারে iPhone SE 4, প্রকাশ্যে ফার্স্ট লুক

সাশ্রয়ী আইফোন

iPhone SE 4 আগামী মাসে লঞ্চ হওয়ার কথা ছিল ৷ তার আগে ফেব্রুয়ারিতেই বাজারে আসছে ৷ কোম্পানি তাদের ওয়েবসাইটে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে Phone SE 4 লঞ্চের ঘোষণা দিতে পারে। iPhone SE 4-এর পাশাপাশি কোম্পানি 11 ফেব্রুয়ারি Powerbeats Pro 2 ইয়ারবাড লঞ্চ করবে।

Phone SE 4-এর সম্ভাব্য বৈশিষ্ট্য

iPhone SE 4-এর ডিজাইনে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে । iPhone SE 3 -তে টাচ আইডি এবং 4.7 ইঞ্চি ডিসপ্লে থাকলেও, নতুন iPhone SE 4-আগের থেকে অত্যাধুনিক ডিজাইনের । এতে ফেস আইডি এবং ইউএসবি-সি টাইপ পোর্ট থাকতে পারে ৷ অ্যাপলের তরফে উল্লেখ করা হয়েছে এটি দেখতে iPhone 14-এর মতো হতে পারে ৷ 6.06 ইঞ্চি ওএলইডি ডিসপ্লে থাকতে পারে।

সেইসঙ্গে iPhone16 -এর থাকা অত্যাধুনিক A18 চিপসেট দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ 8GB RAM এর থাকবে নতুন জেনারেশন iPhone SE 4 । স্ট্যান্ডার্ড স্টোরেজ 128গিগাবাইট থাকবে বলে জানা গিয়েছে ৷ এটিতে অত্যাধুনিক A18 চিপসেট থাকার ফলে AI ফিচার অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করবে বলে মনে কর হচ্ছে ৷ পাশাপাশি এটি মাল্টিটাক্সিং-এর সময়েও কোনও সমস্যা করবে না ৷ গেমিং সময়েও এটির পারফরম্যান্সে কোনও হেরফের হবে না ৷

দাম কত!

এবার, গ্রাহকদের iPhone SE 4 এর জন্য বেশি দাম দিতে হতে পারে। iPhone SE 3 ভারতে 2022 সালে লঞ্চ হয়েছিল ৷ যেটির দাম শুরু হয়েছিল 43, 900 টাকা থেকে । এবার iPhone SE 4-এর দাম 49,900 টাকা পর্যন্ত বাড়তে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও দাম ঘোষণা করা হয়নি ৷ লঞ্চের দিনই এই সিরিজের দাম ঘোষণা করা হতে পারে বলে মনে করছেন টেক স্যাভিরা ৷

চলতি মাসে লঞ্চ হবে হুয়াওয়ের ট্রাই-ফোল্ড ফোন

ABOUT THE AUTHOR

...view details