পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

ভারতে লঞ্চ হল 2025 Jeep Meridian SUV, জানুন দাম ও বৈশিষ্ট্য

Jeep India ভারতের বাজারে লঞ্চ করল আপডেটেড 2025 Jeep Meridian SUV ৷ নতুন মডেলে রয়েছে একাধিক নতুন ফিচার ৷

2025 JEEP MERIDIAN
2025 জিপ মেরিডিয়ান (ছবি - জিপ ইন্ডিয়া)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

হায়দরাবাদ: জিপ ইন্ডিয়া ভারতের বাজারে লঞ্চ করল নতুন জিপ মেরিডিয়ান SUV ৷ সাত আসনের গাড়ির দাম শুরু হচ্ছে 24.99 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে ৷ আপডেট মেডেলের জিপ মেরিডিয়ান চারটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ৷

2025 জিপ মেরিডিয়ানের সাইড প্রোফাইল (ছবি - জিপ ইন্ডিয়া)

2025 Jeep Meridian-এর বাইরের নকশা
এই মডেলের গাড়ির বাইরের ডিজইনে কোনও পরিবর্তন করা হয়নি ৷ এটি একটি 7 স্লট গ্রিল ডিজাইইন, ডিআরএল সুবিধা যুক্ত LED হেডল্যাম্প ৷ বিভিন্ন ভেরিয়েন্টের উপর নির্ভর করে 18-ইঞ্চি অ্যালয় হুইল এবং মসৃণ LED টেলল্যাম্পগুলি ব্যবহার করা হয়েছে ৷

2025 জিপ মেরিডিয়ানের ব্যাক সাইড (ছবি - জিপ ইন্ডিয়া)

উৎসবে টয়োটা! অতিরিক্ত 20 হাজার দিলেই গাড়ির সঙ্গে অ্যাক্সেসরিজ

2025 জিপ মেরিডিয়ানের ভিতরের ডিজাইন
শুধু বাইরের ডিজাইন নয়, ভিতরের অংশের বিভিন্ন পরিবর্তন করা হয়েছে ৷ মেরিডিয়ানে রয়েছে উন্নত প্রযুক্তির লেভেল 2-এর ADAS (Advanced ফিচার ৷ 10.1-ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং 10.2-ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল রয়েছে ৷ ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সংযোগ, ওয়্যারলেস চার্জার এবং ডুয়াল-জোন তাপমাত্রা নিয়ন্ত্রণের সুবিধা নতুন এই মডেলে।

2025 জিপ মেরিডিয়ানের ভিতরের ছবি (ছবি - জিপ ইন্ডিয়া)

এছাড়াও, এতে রয়েছে প্যানোরামিক সানরুফ ৷ উল্লেখ্য, আপডেট এই মডেলে সানরুফের সুবিধা থাকলেও, বেস মডেলে এই সামরুফের সুবিধা নেই ৷ 2025 Jeep Meridian 5 আসন বিশিষ্ট হয় ৷ ভেরিয়েন্টের মডেলের উপর দাম নির্ভর করছে ৷

2025 জিপ মেরিডিয়ানের দাম

বৈকল্পিক মূল্য
জিপ মেরিডিয়ান (5-সিটার) 24.99 লক্ষ টাকা
জিপ মেরিডিয়ান প্লাস 27.5 লক্ষ টাকা
জিপ মেরিডিয়ান লিমিটেড (O) 30.49 লক্ষ টাকা
জিপ মেরিডিয়ান ওভারল্যান্ড 36.49 লক্ষ টাকা
*সমস্ত দাম এক্স-শোরুম

2025 জিপ মেরিডিয়ানের পাওয়ারট্রেন
নতুন আপডেট করা জিপ মেরিডিয়ানের ইঞ্জিনে কোনও পরিবর্তন করা হয়নি। এটিতে রয়েছে 2.0-লিটার ডিজেল ইঞ্জিন ৷ 6-স্পিড ম্যানুয়াল গিয়ার এবং 9-স্পীড স্বয়ংক্রিয় টর্ক কনভার্টার গিয়ারবক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই ইঞ্জিন 168bhp শক্তি এবং 350Nm সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে।

ইথানলে চলবে Honda-এর এই বাইক, টান পড়বে না পকেটে

ABOUT THE AUTHOR

...view details