পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

নতুন বছরের আগেই বাজারে এল Honda SP 125 - 2025 HONDA SP125

Honda মোটরসাইকেল Honda SP 125-এর আপডেট ভার্সন লঞ্চ করেছে । দাম শুরু হচ্ছে 91,771 টাকা থেকে (এক্স শোরুম প্রাইস)

The Upgraded Version Of Commuter Bike
2025 Honda SP 125 (ছবি Honda Motorcycles)

By ETV Bharat Tech Team

Published : Dec 24, 2024, 4:27 PM IST

হায়দরাবাদ: Honda Activa-এর পর, এবার Honda মোটরসাইকেল লঞ্চ করল তাদের কমিউটার বাইক Honda SP 125 ৷ অ্যাক্টিভার মতো এই বাইকের ইঞ্জিনেও রয়েছে OBD2B (On-Board Diagnostics 2B) ফিচার ৷ এছাড়াও 2025 Honda SP 125-এর দামের পরিবর্তন করা হয়েছে ৷ ভেরিয়েন্টের উপর এর দাম নির্ভর করছে ৷

ফিরে দেখা 2024, যে সমস্ত বৈদ্যুতিক গাড়ির রমরমা বাজার

সংশ্লিষ্ট সংস্থার তরফে জানানো হয়েছে ড্রাম ব্রেক ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 91,771 টাকা এবং ডিস্ক ব্রেক ভার্সনের দাম শুরু হয়েছে 1,00,284 টাকা (এক্স-শোরুম) থেকে । যদিও ড্রাম ব্রেক ভেরিয়েন্টের দাম প্রায় 4,000 টাকা, ডিস্ক ব্রেক ভেরিয়েন্টের দাম 8,816 টাকা বেড়েছে আগের মডেলের থেকে ৷

Honda Motorcycles বাইকের ডিজাইনেও বেশ পরিবর্তন এনেছে ৷ নতুন মডেলে সামনের এবং পিছনের অংশ আগের থেকে আরও ধারালো করা হয়েছে ৷ এতে ফুল-এলইডি আলো দেওয়া হয়েছে । এছাড়াও ব্লুটুথ সংযোগ এবং Honda RoadSync অ্যাপের সঙ্গে যোগ করার সুবিধা আছে ৷ এই বাইকে 4.2-ইঞ্চি TFT স্ক্রিন দেওয়া হয়েছে চালকদের সুবিধার জন্য ৷

নিউ ইয়ার উপহার! বাজারে এল নতুন স্পোর্টস বাইক

নতুন মডেলের টিএফটি স্ক্রিনে টার্ন-বাই-টার্ন নেভিগেশনে ফুঁটে উঠবে ৷ এছাড়াও, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট রয়েছে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য । নতুন মডেলে 124cc, এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে, যা 10.7bhp শক্তি এবং 10.9Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম । 2025 Honda SP 125-এ ইঞ্জিনে ফাইভ-স্পিড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে । মোটরসাইকেলের হার্ডওয়্যার প্যাকেজেও কোনও পরিবর্তন করা হয়নি । বাইকটিতে রয়েছে 17-ইঞ্চি চাকা ৷ টেলিস্কোপিক ফর্ক এবং ডুয়াল স্প্রিং সাসপেনশন রয়েছে ৷

আপডেটেড Honda SP 125-এর মোটরসাইকেলের ওজন 116 কেজি (কার্ব) এবং ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা 11.2 লিটার । 2025 Honda SP 125 পাঁচটি ভিন্ন রঙ পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, পার্ল সাইরেন ব্লু, ইম্পেরিয়াল রেড মেটালিক এবং ম্যাট মার্ভেল ব্লু মেটালিক -এ পাওয়া যাচ্ছে ৷

চলতি বছরে 10 লাখ ইউনিট বিক্রি বৈদ্যুতিক বাইক-স্কুটার

ABOUT THE AUTHOR

...view details