পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

ভারতীয় বাজারে লঞ্চ হল 2025 হিরো ডেস্টিনি 125-এর নতুন মডেল - 2025 HERO DESTINI 125

Hero MotoCorp লঞ্চ করেছে 2025 Hero Destini 125 । দাম শুরু হচ্ছে 80,450 টাকা (এক্স-শোরুম) থেকে ৷

Hero MotoCorp
2025 Hero Destini 125 (ছবি Hero MotoCorp)

By ETV Bharat Tech Team

Published : Jan 17, 2025, 5:06 PM IST

হায়দরাবাদ:দেশের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা Hero MotoCorp বাজারে এনেছে 2025 Hero Destini 125 । 2024 সালের সেপ্টেম্বরে সেকেন্ড জেনেরেশন ডেসটিনি চালু করেছিল ৷ Hero এই স্কুটারটি VX, ZX এবং ZX+ তিনটি ভ্যেরিয়েন্টে এনেছে । VX বেস ভ্যেরিয়েন্টের দাম শুরু হচ্ছে 80,450 টাকা (এক্স-শোরুম) থেকে ।

এটির মিড-স্পেক ZX ভ্যেরিয়েন্টের দাম 89,300 টাকা (এক্স-শোরুম) এবং টপ-স্পেক ZX+ ভেরিয়েন্টের দাম 90,300 টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হয়েছে । প্রসঙ্গত, Hero Destini 125 ছয় বছর আগে ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছিল ৷ ছয় বছরে প্রথমবার এই স্কুটারে একাধিক আপডেট করা হয়েছে ৷

শুরু হচ্ছে গাড়ি মেলা, উদ্বোধনে মোদি

Hero Destini 125-এর কালার ভ্যেরিয়েন্ট
বেস ভ্যেরিয়েন্ট তিনটি কালার অপশনে পাওয়া যাচ্ছে ৷ যার মধ্যে রয়েছে ইটারনাল হোয়াইট, রিগাল ব্ল্যাক এবং গ্রোভি রেড । এছাড়াও, প্রিমিয়াম ভ্যেরিয়েন্ট ZX এবং ZX+ মডেলে মিস্টিক ম্যাজেন্টা (পিঙ্ক), কসমিক ব্লু, ইটারনাল হোয়াইট এবং রিগাল ব্ল্যাক এই চার ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে । সেই সঙ্গে, ZX এবং ZX+-এ স্কুটারের অনেকাংশে কপার-টোনড ক্রোম হাইলাইট ব্যবহার করা হয়েছে ।

Hero Destini 125-এর ডিজাইন
নতুন Destini 125-এ এইচ-আকৃতির LED DRLs এবং টেইল ল্যাম্প রয়েছে ৷ স্কুটারটির সিটের নীচে একটি 5-লিটারের জ্বালানী ট্যাঙ্ক রয়েছে ৷ এরজন্য ফিলিং নোজলটি টেল ল্যাম্পের ঠিক উপরে দেওয়া হয়েছে ৷ স্কুটারের সিট সেগমেন্ট 785 মিমি লম্বা। এর হুইলবেসও 57 মিলিমিটার থেকে বাড়িয়ে 1,302 মিলি মিটার করা হয়েছে । এছাড়াও, আন্ডারসিট স্টোরেজ 19 লিটার এবং স্কুটারটিতে 12-ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে ।

Hero Destini 125-র বৈশিষ্ট্য
এটির বেস ভেরিয়েন্টে রয়েছে প্রজেক্টর এলইডি হেডল্যাম্প, ডিআরএল, টাইপ-এ চার্জিং পোর্ট, অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং বুট ল্যাম্প। এই স্কুটারের বেস ভ্যেরিয়েন্টে পিছনের ব্রেক লিভারে পার্কিং ব্রেক লকও রয়েছে ৷ যা সাধারণত প্রিমিয়াম মজেলগুলিতে থাকে ৷ ZX এবং ZX+ ভ্যেরিয়েন্টগুলিতে সামনের ডিস্ক ব্রেক, ব্লুটুথ সংযোগ-সহ ডিজিটাল স্পিডোমিটার, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ডিসপ্লের জন্য 5-স্টেপ ব্রাইটনেস কন্ট্রোল, X-Tec ব্র্যান্ডিং-সহ ব্যাকরেস্ট এবং অটো-ক্যান্সেলিংয়ের সুবিধাও রয়েছে ৷

Hero Destini 125-এর পাওয়ারট্রেন
নতুন 2025 মডেলে একই 124.6cc, এয়ার-কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ৷ যা 9bhp শক্তি এবং 10.4 Nm টর্ক প্রদান করে । কোম্পানি দাবি, 2025 Destini 125 এর আপডেটেড মডেলটি 59 kmpl এর মাইলেজ দেয় । ভারতীয় বাজারে, 2025 Hero Destini 125 Honda Activa 125, TVS Jupiter 125 এবং Suzuki Access 125 এর সঙ্গে পাল্লা দিতে পারে ৷

ক্রাশ টেস্টে 5 স্টার রেটিং Mahindra XEV 9e ও BE6

ABOUT THE AUTHOR

...view details