পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

পথ যদি না শেষ হয়, বাইক চড়লে বেশ হয়! নতুন ফিচার ও আকর্ষণীয় দামে বাজারে জাওয়া - JAWA YEZDI MOTORCYCLES

Jawa 42 FJ Lunch: টক্কর তো সমানে সমানে হয় ৷ এবার পুজোর এনফিল্ডের সঙ্গে টক্কর দিতে জাওয়া আনল নতুন বাইক 'জাওয়া ইয়েজদি মোটরসাইকেল' ৷

Etv Bharat
Jawa 42 FJ (জাওয়া মোটরসাইকেলস)

By ETV Bharat Tech Team

Published : Oct 7, 2024, 3:17 PM IST

কলকাতা: জাওয়া যেটি চেকোস্লোভিয়ার একটি বাইক প্রস্তুতকারক সংস্থা ৷ 1961 সালে কর্ণাটকের মাইসোরের ব্যবসায়ী এফকে ইরানির হাত ধরে দেশে উৎপাদন শুরু হয় এই বাইকের ৷ সম্প্রতি পশ্চিমবঙ্গের বাজারে একটি নতুন মডেল 'Jawa 42 FJ' লঞ্চ করেছে সংস্থাটি ৷ জানানো হয়েছে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে এই বাইক ৷ এবার জেনে নেওয়া যাক নতুন এই মডেলের কী বৈশিষ্ট্য় ও কত দাম ৷

মিলিটারি গ্রেড মেটিরিয়ালে তৈরি এই স্মার্টফোন জল-ধুলোতেও অক্ষত

কিছু দিন, আগে জাওয়া লঞ্চ করেছিল তাদের নতুন বাইক Jawa 42 ৷ নতুন Jawa 42 FJ মডেলটি জনপ্রিয় 42 মডেলের একটি নতুন ভেরিয়েন্ট ৷ নতুন এই মডেলটিতে রেট্রো লুক দেওয়া হয়েছে ৷ নতুন জাওয়া 42 FJ মডেলে আগের মতো সাইড প্যানেল থাকলেও জ্বালানি ট্যাংকটির আকৃতি পরিবর্তন করা হয়েছে ৷ নতুন Jawa 42 FJ-এর জ্বালানি ট্যাঙ্ক অ্যালুমিনিয়ার প্লেট ও টিয়ার ড্রপ আকৃতির ৷ সংস্থাটি তাদের বাইকে নিজস্বতা বজায় রেখেছে ৷

10 হাজার টাকা দাম কমল স্যামসং-এর প্রিমিয়াম সিরিজ স্মার্টফোনের

বাইক ভেরিয়েন্ট দাম (এক্স-শোরুম প্রাইস)

Jawa 42 FJ

ব্ল্যাক 2,23,142
ব্লু ম্যাট 2,18,142
মিস্টিক কপার 2,18,142
গ্রিন ম্যাট 2,13,142
গ্রিন ম্যাট (স্পোক) 2,02,142

এছড়াও নতুন Jawa 42 FJ মডেলে মাল্টি-স্পোক অ্যালয় হুইল, ব্ল্যাক-আউট ইঞ্জিন ৷ এই মডেলের হুডের নীচে রয়েছে 42 FJ 350-র একটি 334 সিসি সিঙ্গেল-সিলিন্ডার ৷ যেটি লিকুইড-কুলড ইঞ্জিনদ্বারা চালিত ৷ নতুন ইঞ্জিন আগের জাওয়া 42 মডেলের থেকে অনেকটাই উন্নত ৷ এই ইঞ্জিনে রয়েছে 22 bhp এবং 28 Nm টর্কের ক্ষমতা। একটি 6-স্পিড ট্রান্সমিশনের ক্ষম । উপরন্তু, বাইকের হার্ডওয়্যারে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং প্রিলোড টুইন রেয়ার শকার রয়েছে। এই বাইকের দু’টি দিকই ডিস্ক ব্রেক দ্বারা পরিচালিত হয় ৷ উন্নত নিরাপত্তার জন্য ডুয়াল-চ্যানেল ABS রয়েছে নতুন 'Jawa 42 FJ'-এ ৷ বুকিং-ও শুরু হয়ে গিয়েছে এই বাইকের ৷ দাম শুরু হচ্ছে 2 লক্ষ টাকা থেকে ৷ তবে রঙের ভেরিয়েন্টের উপর দাম নির্ভর করবে ৷

পুরোনো গাড়ি কেনার আগে অবশ্য়ই মাথায় রাখুন এই টিপস

ABOUT THE AUTHOR

...view details