পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চকলেটের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন - Purulia Minor Rape Case - PURULIA MINOR RAPE CASE

Youth Sentenced to Life: 11 বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনায় যুবকের যাবজ্জীবনের সাজা। ঘটনার বছর চারেক বাদে হল সাজা ঘোষণা।

Youth Sentenced to Life
নাবালিকাকে ধর্ষণের ঘটনায় যুবকের যাবজ্জীবনের সাজা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2024, 10:43 PM IST

পুরুলিয়া, 20 সেপ্টেম্বর: বছর এগারোর নাবালিকাকে ধর্ষণের ঘটনায় যুবককে যাবজ্জীবন কারাদণ্ড। পুরুলিয়া জেলা আদালতের সেকেন্ড কোর্টের বিচারক রানা দাম এই সাজা ঘোষণা করেছেন। পাশাপাশি তাকে 1 লক্ষ টাকা জরিমানাও দিতে হবে। জানা গিয়েছে 2020 সালের 6 জুন বরাবাজার থানা এলাকার এক ব্যক্তি 11 বছরের ওই নাবালিকাকে চকলেটের প্রলোভন দিয়ে নিজের খামার বাড়িতে নিয়ে যায়। সেখানেই ওই নাবালিকাকে ধর্ষণ করে।

নাবালিকা বাড়ি এসে বিষয়টি জানালে পরিবারের লোকেরা তাকে প্রথমে বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ 11 দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী।

পরে তার বাবার অভিযোগের ভিত্তিতে পকসো ধারায় মামলা রুজু করে বরাবাজার থানার পুলিশ । অভিযুক্তকে সেদিনই গ্রেফতার করা হয়। শুরু হয় বিচার প্রক্রিয়া। দীর্ঘ শুনানির পর সেই মামলারই এদিন সাজা ঘোষণা হল। এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় বলেন, "বরাবাজার থানার তদন্তকারী অফিসার লক্ষিকান্ত পতি মামলার তদন্ত করে দ্রুত চার্জশিট জমা দেন। সেই মামলায় এদিন বিচারক যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন।"

এদিকে আরজি করের ঘটনা ঘিয়ে শুক্রবারও উত্তাল রইল শহর কলকাতা। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলার তদন্ত করছে সিবিআই ৷ এই মামলার কিনারা করতে সিবিআইয়ের আর কতদিন সময় লাগবে, সেই প্রশ্ন তুলে শুক্রবার পথে নামলেন জুনিয়র চিকিৎসকরা ৷

এ দিন বিধাননগরের স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন তাঁরা ৷ সেই মিছিল থেকে স্লোগান তোলেন, ‘আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই’ ৷ তাঁদের সঙ্গে থাকা ব্যানারে প্রশ্ন তোলা হয়েছে, ‘আর কবে ?’ সঙ্গে ‘জাস্টিস ফর আরজি কর’ ও ‘জাস্টিস ফর অভয়া’ স্লোগানও দেওয়া হয়েছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে।

ABOUT THE AUTHOR

...view details