শান্তিপুর, 30 সেপ্টেম্বর: দু'ফুট উচ্চতার দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগালেন স্নাতক উত্তীর্ণ তরুণ ৷ কলেজ পাশ করার পর নিজের এই শিল্পী সত্ত্বাকে ধরে রাখতে চাইছেন নদিয়ার শান্তিপুর 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর তেইশের সৌম্যদীপ মণ্ডল । বাবা সন্দীপ মণ্ডল, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ৷ সংসার বলতে মা-বাবা ও সৌম্যদীপ ৷ চার বছর আগে থেকে প্রতিমা তৈরির কাজ শুরু করেন তিনি ৷ প্রথমে দু' ফুট ও সাড়ে তিন ফুট উচ্চতার প্রতিমা তৈরি করেছিলেন, যা পাড়ি দিয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে ।
এ বছর ফের বরাত পেয়েছেন সৌম্যদীপ ৷ কলকাতার এক বাসিন্দা দুর্গা প্রতিমা তৈরির অর্ডার দেন তাঁকে । সেই মতো মাটির দু'ফুটের প্রতিমা তৈরি করেছেন তিনি ৷ সাজসজ্জা থেকে শুরু করে পিছনের চালচিত্র, পুরোটাই মাটির উপর ৷ সৌম্যদীপ জানান, ছোটবেলা থেকেই বিভিন্ন শিল্প-কাজের উপর ঝোঁক ছিল তাঁর ৷
প্রতিমা তৈরি করছেন সৌম্যদীপ মণ্ডল (ইটিভি ভারত) ছোটবেলা থেকেই নিজের হাতে মূর্তি গড়ার ইচ্ছে ছিল প্রবল ৷ এরপর কুমোরপাড়ায় মূর্তি তৈরি দেখে শিক্ষালাভ ৷ সেখান থেকেই দেখে দেখে প্রতিমা তৈরির হাতেখড়ি স্নাতক উত্তীর্ণ সৌম্যদীপের ৷ এ যেন 'কুমোরপাড়ায় একলব্য'! শিল্পী 'একলব্য'-র হাতের ছোঁয়ায় কাদামাটিতেও যেন প্রাণের সঞ্চার হয় ! বাড়ির বারান্দায় বসে সযত্নে তৈরি করে চলেছেন দুর্গা ও কালী প্রতিমা, যেগুলি পাড়ি দেবে কলকাতা ৷
স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুমোরপাড়ায় গিয়ে প্রতিমা তৈরি করা দেখতেন নিয়মিত ৷ তখন থেকেই শুরু হয় নিজে হাতে প্রতিমা তৈরির চেষ্টা ৷ কলেজ শেষ করেও সেই ইচ্ছে রয়ে গিয়েছিল ৷ তাতে ভর করেই গত চার বছর আগে শুরু করেন বিভিন্ন দেবদেবীর প্রতিমা তৈরির কাজ ৷ সারা বছর মাটির বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত থাকেন সৌম্যদীপ ৷ এছাড়াও, আঁকা শেখান তিনি ৷
সৌম্যদীপের তৈরি মাটির দুর্গা (ইটিভি ভারত) এর আগে অতি ক্ষুদ্র কালী প্রতিমা তৈরি করে নজর কেড়েছিলেন সৌম্যদীপ ৷ এ বছরও কলকাতা যাচ্ছে তাঁর তৈরি দেড় ফুটের কালী প্রতিমা ৷ আগামীতে তাঁর লক্ষ্য এই কাজকে ধরে রাখা ৷ তাঁর হাতের কাজ যাতে বিশ্বের দরবারে পৌঁছয়, সেই চেষ্টাই চালাবেন সৌম্যদীপ ।