কলকাতা, 16 ফেব্রুয়ারি: সন্দেশখালির অভিযুক্তদের এনকাউন্টার করার দাবি তুললেন যুব কংগ্রেস নেতা আজাহার মল্লিক ৷ শুক্রবার কলকাতায় বিক্ষোভে করে যুব কংগ্রেস ৷ সেই কর্মসূচি থেকে এই দাবি তোলেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘সন্দেশখালিতে সরকারের দলমত না দেখে শাস্তি দেওয়ার কথা ভাবুক । এদের এনকাউন্টার করে দেওয়া উচিত। যারা অভিযুক্ত শাস্তি পাক ।’’
উল্লেখ্য, এ দিন সন্দেশখালির বাসিন্দাদের সঙ্গে দেখা করে কথা বলতে কলকাতা থেকে সড়ক পথে রওনা দেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । তবে তাঁকে প্রথমে সড়বেড়িয়া পরে রামপুরের কাছে আটকে দেওয়া হয় । তার প্রতিবাদে তৃণমূলের বিরুদ্ধে সরব হয় যুব কংগ্রেস ।
তাছাড়া নির্বাচনী বন্ড নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তার প্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধেও বিক্ষোভ দেখানো হয় ৷ শীর্ষ আদালত রায় দিতে গিয়ে এই নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলেছে ৷ পাশাপাশি 2018 সাল থেকে এখনও পর্যন্ত কোন সংস্থা, কোন রাজনৈতিক দলকে কত টাকা সাহায্য করেছে নির্বাচনী বন্ডের মাধ্যমে, সেই তথ্যও অবিলম্বে প্রকাশ্যে আনার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ শুক্রবার আদালতের রায়ের প্রেক্ষিতে এই তথ্য দ্রুত প্রকাশ্যে আনার দাবি তুলেছে যুব কংগ্রেস ৷