পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালির অভিযুক্তদের এনকাউন্টার করার দাবি যুব কংগ্রেস নেতার - সন্দেশখালি

Youth Congress Protest Rally: শুক্রবার কলকাতায় নির্বাচনী বন্ড ও সন্দেশখালি নিয়ে প্রতিবাদ মিছিল ও অবরোধ কর্মসূচি করে প্রদেশ যুব কংগ্রেস ৷ সেই কর্মসূচিতে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে তারা সরব হয় ৷ সন্দেশখালির অভিযুক্তদের এনকাউন্টার করার দাবিও তোলা হয় ৷

Youth Congress Protest Rally
Youth Congress Protest Rally

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 6:26 PM IST

Updated : Feb 16, 2024, 8:00 PM IST

সন্দেশখালির অভিযুক্তদের এনকাউন্টার করার দাবি যুব কংগ্রেস নেতার

কলকাতা, 16 ফেব্রুয়ারি: সন্দেশখালির অভিযুক্তদের এনকাউন্টার করার দাবি তুললেন যুব কংগ্রেস নেতা আজাহার মল্লিক ৷ শুক্রবার কলকাতায় বিক্ষোভে করে যুব কংগ্রেস ৷ সেই কর্মসূচি থেকে এই দাবি তোলেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘সন্দেশখালিতে সরকারের দলমত না দেখে শাস্তি দেওয়ার কথা ভাবুক । এদের এনকাউন্টার করে দেওয়া উচিত। যারা অভিযুক্ত শাস্তি পাক ।’’

উল্লেখ্য, এ দিন সন্দেশখালির বাসিন্দাদের সঙ্গে দেখা করে কথা বলতে কলকাতা থেকে সড়ক পথে রওনা দেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । তবে তাঁকে প্রথমে সড়বেড়িয়া পরে রামপুরের কাছে আটকে দেওয়া হয় । তার প্রতিবাদে তৃণমূলের বিরুদ্ধে সরব হয় যুব কংগ্রেস ।

তাছাড়া নির্বাচনী বন্ড নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তার প্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধেও বিক্ষোভ দেখানো হয় ৷ শীর্ষ আদালত রায় দিতে গিয়ে এই নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলেছে ৷ পাশাপাশি 2018 সাল থেকে এখনও পর্যন্ত কোন সংস্থা, কোন রাজনৈতিক দলকে কত টাকা সাহায্য করেছে নির্বাচনী বন্ডের মাধ্যমে, সেই তথ্যও অবিলম্বে প্রকাশ্যে আনার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ শুক্রবার আদালতের রায়ের প্রেক্ষিতে এই তথ্য দ্রুত প্রকাশ্যে আনার দাবি তুলেছে যুব কংগ্রেস ৷

আজাহার মল্লিক বলেন, ‘‘বিজেপিকে কারা নির্বাচনী বন্ড মাধ্যমে টাকা দিল, সেই তালিকা প্রকাশ করেনি । সেটা আমরা সামনে আনতে আমাদের অ্যাকাউন্ট সিজ করে দিয়েছে । আমরা চাই কে কত টাকা দিল, জনসমক্ষে আসুক । আমরা কাদের থেকে সুবিধা পেয়েছি, আমরা নাম প্রকাশ করতে চেয়েছি, তাহলে ওরা কেন নয় !’’ একই সঙ্গে তাঁদের সংগঠন বিজেপি ও তৃণমূলের অ্যাকাউন্ট সিজ করার দাবি তুলেছে ৷

শুক্রবার কলকাতায় প্রদেশ কংগ্রেস দফতরের সামনে থেকে যুব কংগ্রেসের এই কর্মসূচির মিছিল বের হয় । মিছিল সিআইটি রোড ধরে মৌললি মোড়ে আসে । রাস্তার একাংশ অবরোধ করেন যুব কংগ্রেসের কর্মীরা । কিছু সময়ের জন্য এজেসি বসু রোডে যান চলাচল থমকে যায় । এর পর মোদির কুশপুতুল দাহ করেন বিক্ষোভকারীরা । এ দিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন যুব কংগ্রেস নেতা আজাহার মল্লিক ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালি থেকে 1 কিলোমিটার আগে অধীরকে আটকাল পুলিশ, রাস্তায় বসে বিক্ষোভ কংগ্রেসের
  2. রাহুল গান্ধিই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, জানালেন ‘ইন্ডিয়া’র শরিক লালু প্রসাদ যাদব
  3. কেন্দ্র-রাজ্যের বিরুদ্ধে বাম-কংগ্রেসের আইন অমান্য
Last Updated : Feb 16, 2024, 8:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details