পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাওনার 800 টাকা আদায়ে গিয়ে প্রতিবেশীর হাতে খুন যুবক - Murder in Suti - MURDER IN SUTI

Neighbour Kills Young Man: পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিবেশীর হাতে খুন হলেন যুবক । নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ কবীর শেখতের বিরুদ্ধে ৷ মুর্শিদাবাদের সুতি থানার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

Murder in Suti
প্রতিবেশীর হাতে খুন যুবক (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 20, 2024, 10:48 PM IST

সুতি, 20 জুন: প্রতিবেশীর কাছে পাওনার 800 টাকা চাইতে গেলে যুবককে খুনের অভিযোগ । মৃত যুবকের নাম কবীর শেখ (34)। তাঁর বাড়ি অরঙ্গাবাদের বরজপাড়া এলাকায় । ইতিমধ্যেই অভিযুক্ত প্রতিবেশী রেজাউল শেখকে গ্রেফতার করেছে সুতি থানার পুলিশ । উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটি ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিছন থেকে চারবার ছুরি মারা হয়েছে কবীর শেখকে । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । বৃহস্পতিবার সকালের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার অরঙ্গাবাদের নেতাজিমোড় বরজপাড়া এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঈদের দিন জুয়ার আসরে কবীর শেখের কাছে 800 টাকা ধার নিয়েছিল রেজাউল শেখ । তারপর দিনই ধারের টাকা শোধ করার কথা ছিল তাঁর । কিন্তু বারবার টাকা চাইলেও রেজাউল কোন পাত্তা দিত না বলে অভিযোগ । এরপরেই এ দিন কবীর তাঁর পাওনা টাকা টাইতে গেলে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ ৷ মৃতের ভাই কুবের শেখ বলেন, "সকালে দাদা টাকা চাইতে রেজাউল শেখের বাড়ি গিয়েছিল । তখনই দাদাকে খুন করা হয়েছে । খুনির কঠোর শাস্তি চাই ৷"

মৃতের প্রতিবেশীদের দাবি, কবীর রেজাউলের দরজায় এসে ডাকাডাকি শুরু করে । তখনই স্বামী স্ত্রী দু'জনে বেরিয়ে আসে । রেজাউল ধারালো অস্ত্র নিয়েই এসেছিল । প্রকাশ্যে পিছন দিক থেকে ছুরি মারে কবীর শেখকে । রাস্তার উপর লুটিয়ে পড়েন তিনি । প্রতিবেশী যুবক সুরজ শেখ বলেন, "আমরা দোতলার উপরে ছিলাম । নেমে আসতে দেখি কবীরকে চারবার ছুরি মারে রেজাউল । টাকা ধার দিয়েছিল । সেই পাওনা আদায়ে এসে প্রাণ গেল কবীরের ।"

ABOUT THE AUTHOR

...view details