পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতার প্রদর্শনীতে বিশ্বের সবচেয়ে বড় নোট, স্কুল শিক্ষকের সংগ্রহে বিশ্বব্যাংকের আরও 7 হাজার - WORLD LARGEST NOTE

বিশ্বের সবচেয়ে বড় নোট রিঙ্গিত (RINGGIT) 600, মালয়েশিয়ায় সরকার কর্তৃক এই নোট প্রকাশ করা হয় । মাত্র 6000 টি এমন নোট প্রকাশিত হয় ।

Kolkata mudra utsav 2024
বিশ্বের সবচেয়ে বড় নোট প্রদর্শিত হল কলকাতায় (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2024, 5:25 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর: বিশ্বের সবচেয়ে বড় নোট এবার কলকাতায় । এক স্কুল শিক্ষকের সংগ্রহে রয়েছে 370 x 220 মিলিমিটারের (14.5 x 8.6 ইঞ্চি) নোট । যা গত দুদিন ধরে প্রদর্শনের জন্য রাখা হয় মুদ্রা উৎসবে ।

গত 20 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত বালিগঞ্জের একটি হলে অনুষ্ঠিত হল 26তম মুদ্রা উৎসব ৷ কলিকাতা মুদ্রা পরিষদের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ তাতে বিভিন্ন দেশের বহু পুরনো বিজোড় সংখ্যার নোট, কয়েন-সহ ইতিহাস সমৃদ্ধ কয়েন-নোট কেনাকাটির মেলা বসে । চলে নিলামও ।

মুদ্রা উৎসবের চমক বিশ্বের সবচেয়ে বড় নোট (ইটিভি ভারত)

তবে যেগুলো বিক্রির জন্য নয়, সেই দুর্লভ নোট-কয়েনও প্রদর্শনের জন্য রাখা হয়েছিল মুদ্রা উৎসবে । সেই তালিকায় ছিল বিশ্বের সবচেয়ে বড় নোট রিঙ্গিত (RINGGIT) 600, মালয়েশিয়ায় সরকার কর্তৃক এই নোট প্রকাশিত হয় । মাত্র 6000টি এই নোট প্রকাশ করা হয় । যার একটি স্কুল শিক্ষক দেবকুমার পালের সংগ্রহে রয়েছে । এছাড়াও তাঁর সংগ্রহে রয়েছে আরও বহু পুরনো ও দুর্লভ নোট ।

বালিগঞ্জের অনুষ্ঠিত হল 26তম মুদ্রা উৎসব (নিজস্ব ছবি)

দেবকুমার পাল 1998 সাল থেকে কয়েন এবং নোট সংগ্রহ করছেন । এখনও পর্যন্ত 7000টিরও বেশি বিশ্বব্যাংক নোট সংগ্রহ করেছেন তিনি । দেবকুমার পাল জানান, মালয়েশিয়া তার স্বাধীনতার 60তম বার্ষিকী উদযাপনের জন্য 2018 সালে 600 রিঙ্গিতের বিশ্বের বৃহত্তম ব্যাংক নোট প্রকাশ করে । মালয়েশিয়ার 600 রিঙ্গিত ভারতীয় মুদ্রায় প্রায় 55000 হাজার টাকা । মালয়েশিয়ার সরকারের থেকে এই নোট তিনি সংগ্রহ করেন । এখন যা আর পাওয়া যাচ্ছে না । ইতিমধ্যে, এই নোটের বিক্রয়মূল্য 3 লাখের কাছাকাছি । যদিও তিনি এটা বিক্রি করতে চান না ।

বিভিন্ন দেশের নোট (নিজস্ব ছবি)

কলিকাতা মুদ্রা পরিষদ আয়োজিত 26তম মুদ্রা উৎসবে আরও বিভিন্ন দেশের বহু পুরনো বিজোড় সংখ্যার নোট, কয়েন-সহ ইতিহাস সমৃদ্ধ কয়েন প্রদর্শনের জন্য রাখা হয়েছিল । তালিকায় ছিল মায়ানমার সরকার কর্তৃক প্রকাশ করা বিজোড় সংখ্যার নোট 15 কিয়াত, 35 কিয়াত, 99 কিয়াত । যার প্রত্যেকটি নোটে মায়ানমারের সামরিক স্বৈরশাসক নে উইনের ছবি রয়েছে । যিনি বিজোড়-মূল্যের মুদ্রা নোট জারি করেছিলেন । তিনি 1958 থেকে 1981 সালের মধ্যে দুবার মায়ানমারের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন ।

পাকিস্তান ও থাইলান্ডের নোট (নিজস্ব ছবি)

দেবকুমার পাল বলেন, "নে উইন জ্যোতিষবিদ্যায় বিশ্বাসী ছিলেন । একজন জ্যোতিষী নে উইনকে বলেছিলেন, বিজোড় সংখ্যার এই নোটগুলি চালু করলে নে উইন 90 বছর পর্যন্ত বেঁচে থাকবেন । তেমনটা ঘটেও । 2002 সালে 90 বছর বয়সে মারা যান নে উইন !"

ফিজি ও মায়ানমারের নোট (নিজস্ব ছবি)

তাঁর কথায়, 2016 সালে ফিজির রিজার্ভ ব্যাংক একটি 7-ডলারের মুদ্রার নোট প্রকাশ করে । রিও ডি জেনেইরোতে 2016 গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিজি রাগবি 7 এর স্বর্ণপদক জয়ের কারণে এই নোট প্রকাশ করা হয় । পাকিস্তান তার 75তম বার্ষিকী স্মরণে 2022 সালে একটি 75 টাকার নোট জারি করেছিল ।

ফিজির 7-ডলারের মুদ্রার নোট (নিজস্ব ছবি)

1972 সালে রাজা বীরেন্দ্রের সিংহাসনে আরোহণের রজত জয়ন্তী বর্ষ ছিল 1997 ৷ সেই সময় নেপাল রাষ্ট্র ব্যাংক 250 টাকার একটি নোট জারি করেছিল । কাতার 2022 ফিফা বিশ্বকাপের আয়োজন করে । সেই বছর একটি 22 রিয়াল নোটও প্রকাশ করা হয় । সেটিও প্রদর্শনীতে দেখতে পাওয়া যায় । এমনকি, 2024 ইউরো কাপে একটি ছোট প্রতীকী ফুটবল উন্মোচন করা হয়, সেটিও এবারের মুদ্রা উৎসবে প্রদর্শিত হয়েছে ।

2024 ইউরো কাপের ছোট প্রতীকী ফুটবল প্রদর্শিত হয় (নিজস্ব ছবি)

কলিকাতা মুদ্রা পরিষদের সম্পাদক রবি শংকর শর্মা বলেন, "মুদ্রা উৎসবে 1835 থেকে 2024 সালের কয়েন এবং কারেন্সি নোট প্রদর্শিত হয় । বিশ্বের সব থেকে বড় নোট প্রদর্শন হয় । নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতেই থিম করা হয় । মুদ্রা ঐতিহ্যের বৈচিত্র্যই প্রদর্শন করে না, বরং প্রতিটি মুদ্রায় ঐতিহাসিক আখ্যান এবং সাংস্কৃতিক বিবর্তনকে একত্রিত করে ।"

ABOUT THE AUTHOR

...view details