কলকাতা, 18 নভেম্বর:দৃষ্টিহীনদের জন্য এবার অভিনব উদ্যোগ নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরটা ঠিক কেমন ? কী কী আছে সেখানকার ক্যাম্পাসে ? বিশ্ববিদ্যালয়ের অন্দরমহলের গোটা ছবিটা দৃষ্টিহীন পড়ুয়াদের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে তৈরি করা হল ব্রেইল মানচিত্র । বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের দাবি, দেশে প্রথম কোনও বিশ্ববিদ্যালয়ের ভিতরে তৈরি হল এমন ব্রেইল ম্যাপ । পাশাপাশি বিশ্বে এই প্রথম কোনও মেশিন ছাড়া শুধুমাত্র হাতের গুণে তৈরি করা হল ব্রেইল ম্যাপ ।
এই কর্মকাণ্ডের নেপথ্যে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দুই পড়ুয়া । নিজেদের প্রজেক্ট হিসাবে সেই ম্যাপ তৈরি করার পরিকল্পনা নেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের দুই পড়ুয়া রামেশ্বর চক্রবর্তী এবং অস্ত্যর্থা দাস । ডিসেবিলিটি অ্যান্ড ইন্ডিয়ান লিটারেচারের প্রজেক্ট হিসাবে এই দু'জন পড়ুয়া ব্রেইল ম্যাপ তৈরি করার সিদ্ধান্ত নেন । তাঁরা ক্লাস চলাকালীন বহুবার অধ্যাপকের থেকে শুনেছেন দৃষ্টিহীন মানুষদের অধিকারের কথা । সেখান থেকেই এই ভাবনা মাথায় আসে দুই বন্ধুর।
বিশ্বে প্রথম হাতে তৈরি ব্রেইল মানচিত্র যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে, বানালেন 2 পড়ুয়া (ইটিভি ভারত) অস্ত্যর্থার কথায়, "প্রতিবন্ধী মানুষদের বিভিন্ন জিনিসে বাধা দেওয়া হয় । কিন্তু সেটা তো করার কথা নয় । এর পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে কোথায় কী রয়েছে তা জানার অধিকারও সবার আছে । সবার কাছে বিশ্ববিদ্যালয়ের রূপ তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য ।"
বড়বাজার থেকে স্ক্রু কিনে কাঠবোর্ডের মাধ্যমে এই ব্রেইল ম্যাপ তৈরি করেছেন তাঁরা । ব্যবহার করা হয়নি কোনও মেশিন । একেবারে ঘরোয়া পদ্ধতিতে এই ম্যাপ তৈরি করা হয়েছে । ফলে ফলাফল নিয়ে বেশ চিন্তায় ছিলেন ভিসিবিলিটি অ্যান্ড ইন্ডিয়ান লিটারেচারের অধ্যাপক ঈশান চক্রবর্তী ৷ তবে পড়ুয়াদের এই সৃষ্টি তাঁকে তাজ্জব করেছে ৷
বিশ্ববিদ্যালয়ের অন্দরমহলের মানচিত্র ব্রেইলে (নিজস্ব চিত্র) তিনি জানান, "আমি ওদের ক্লাসে পড়ানোর সময় বারবার বলতাম, দৃষ্টিহীন মানুষদের অধিকারের কথা । আমি নিজে একজন দৃষ্টিহীন মানুষ । আমি বারবার সমান অধিকারের কথা বলতাম । সেখানে দাঁড়িয়ে ওরা যখন আমাকে জানায় এই ধরনের একটি ম্যাপ তৈরি করতে চাইছে, আমি অবাক হয়েছিলাম । খুব ভয় হয়েছিল, কারণ এটা একদমই সহজ কাজ নয় । কিন্তু আজ আমি গর্বিত এবং খুশি ।"
বিশ্বে প্রথম হাতে তৈরি ব্রেইল মানচিত্র যাদবপুরে (নিজস্ব চিত্র) বর্তমানে এই ব্রেইল মানচিত্রটি রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট দিয়ে ঢুকে ইউজি আর্টসের নীচতলায় । তবে আগামী দিনে ক্যাম্পাসের অন্যান্য জায়গাতেও এই ম্যাপ রাখা হবে । সোমবার এই ম্যাপ উদ্বোধনে সামিল হন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত ।
তিনি বলেন, "বিশ্বে প্রথমবার একেবারে হাতে করে কোনও ব্রেইল ম্যাপ তৈরি করা হল । এর সঙ্গে ভারতে প্রথম ব্রেইল ম্যাপ তৈরি করা হল কোনও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে । আমাদের বহু দৃষ্টিহীন পড়ুয়া এবং তিনজন অধ্যাপক রয়েছেন । যাদবপুর বিশ্ববিদ্যালয় সব সময় নতুনত্ব কাজকে এগিয়ে নিয়ে যায় । এটাও তার মধ্যে একটা ।"