দুর্গাপুর, 26 জুন: প্রথমে রাজ্যের বিভিন্ন প্রান্তের মেয়েদের ভুল বুঝিয়ে নিয়ে আনা ৷ তারপর তাঁদের বিয়ে দিয়ে ভিন রাজ্যে পাচার ৷ এভাবে নারীপাচারের ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচিতি এলাকায় ৷ ইতিমধ্যে এই পাচারচক্রের প্রধান অভিযুক্ত রঞ্জন মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ ৷ তিনি সেপকো টাউনশিপের বাসিন্দা ৷ এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও 2 জনকে ৷
জানা গিয়েছে, কয়েকদিন আগে উত্তর 24 পরগনার বসিরহাটের মিনাখাঁ থেকে 18 বছরের একটি ছাত্রী নিখোঁজ হয়ে যান ৷ বসিরহাট থানায় নিখোঁজের একটি অভিযোগ দায়ের করে তাঁর পরিবার ৷ অভিযোগ, পুলিশের তদন্ত চলাকালীন ভুয়ো উকিল সেজে ওই যুবতীর বাবাকে মূল অভিযুক্ত ফোন করে ৷ ফোনে যুবতীর জন্মের শংসাপত্র চাওয়া হয় ৷ শংসাপত্র না পাঠালে তাঁর মেয়ের রেজিস্ট্রি বিয়ে দিয়ে দেওয়া হবে বলেও জানান হয় ৷ তবে যুবতীর বাবার সন্দেহ হওয়ায় তিনি পুলিশের দ্বারস্থ হন ৷ কয়েকদিন আগে যুবতীর মোবাইল লোকেশন ট্র্যাক করে দুর্গাপুরের ধুনরাপ্লটের খোঁজ পান তদন্তকারী পুলিশ কর্মীরা ।
এরপর সোমবার রাতে যুবতীর বাবাকে সঙ্গে নিয়ে দুর্গাপুর পৌঁছন বসিরহাট জেলা পুলিশের একটি দল ৷ মঙ্গলবার দিনভর তল্লাশি চালানোর পর বিকেলে ধুনরাপ্লটের একটি ভাড়াবাড়ির সন্ধান পায় পুলিশ ৷ সেই সময় সেখানেই উপস্থিত ছিলেন এই ঘটনার প্রধান চক্রী রঞ্জন ৷