পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনুমতি না-নিয়েই ছবি প্রকাশ করেছে রাজভবন, দাবি অভিযোগকারিনীর; আইনি ব্যবস্থার হুঁশিয়ারি - CV Ananda Bose - CV ANANDA BOSE

Complainant on CCTV Footage Release: 2 মে কী হয়েছিল তা সামনে এনেছে রাজভবন। 1 ঘণ্টা 20 মিনিটের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। তবে এই ফুটেজ তাঁর অনুমতি ছাড়াই প্রকাশ করা হয়েছে বলে দাবি অভিযোগকারিনীর।

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 9:08 PM IST

কলকাতা, 9 মে: "আমি জানি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যে যুদ্ধে নেমেছি তাতে আমার নিশ্চিত হার হবে। কিন্তু এই যুদ্ধের শেষ দেখে ছাড়ব।" ইটিভি ভারতকে এ কথাই বললেন রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা রাজভবনের অস্থায়ী কর্মী। রাজভবন সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার পর তিনি বলেন, "এই ঘটনার পর আমি এবং আমার পরিবারের সকলে ভয়ে ভয়ে রয়েছি। আমার অনুমতি না-নিয়ে ছবি প্রকাশ্যে আনা হয়েছে। নিমিষে এই ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু আমার অনুমতি নেওয়া হয়নি। আমি মনে করি একটি অপরাধ। ব্যক্তিগত ছবি এভাবে প্রকাশ করা যায় না। এই নিয়ে আমি পুলিশের দ্বারস্থ হব এবং আইনি পদক্ষেপ নেব।"

সম্প্রতি রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় তথ্য অনুসন্ধানের জন্য পুলিশের তরফ থেকে একটি দল তৈরি করা হয়েছে। তাঁর মাথায় আছেন একজন আইপিএস আধিকারিক। লালবাজারের তরফে রাজভবনে যাবতীয় সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছিল। আর সেই মতই আজ রাজভবনের তরফ থেকে এক ঘণ্টার বেশি একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে । সেখানে ওই মহিলার ছবিও আছে।

মহিলার অভিযোগপত্রে জানিয়েছিলেন, রাজভবনের কনফারেন্স রুমে ঘটনাটি ঘটে। কিন্তু বৃহস্পতিবার রাজভবন কর্তৃপক্ষ ভিতরের কোনও সিসিটিভি ফুটেজ দেখাননি। জানা গিয়েছে, রাজভবনের নীচের তলায় এই মুহূর্তে মোট 40টি সক্রিয় সিসি ক্যামেরা রয়েছে। উপরের তলায় যেখানে রাজ্যপাল থাকেন, সেখানে কোনও ক্যামেরা নেই। ভিতরের কোনও ক্যামেরার ফুটেজই দেখানো হয়নি বলে জানা গিয়েছে। এদিকে বৃহস্পতিবার এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। আবেদনে বলা হয়েছে, রাজ্যপালের বিরুদ্ধে যেন কোনও অবমাননাকর মন্তব্য করা না-হয়। সেই মামলা শুনতে রাজি হয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

আরও পড়ুন:

  1. 1 ঘণ্টা 20 মিনিটের সিসিটিভি ফুটেজ প্রকাশ রাজভবনের, কী কী জানা গেল ?
  2. রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য নয়, জনস্বার্থ মামলার অনুমতি প্রধান বিচারপতির

ABOUT THE AUTHOR

...view details