কলকাতা, 9 মে: "আমি জানি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যে যুদ্ধে নেমেছি তাতে আমার নিশ্চিত হার হবে। কিন্তু এই যুদ্ধের শেষ দেখে ছাড়ব।" ইটিভি ভারতকে এ কথাই বললেন রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা রাজভবনের অস্থায়ী কর্মী। রাজভবন সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার পর তিনি বলেন, "এই ঘটনার পর আমি এবং আমার পরিবারের সকলে ভয়ে ভয়ে রয়েছি। আমার অনুমতি না-নিয়ে ছবি প্রকাশ্যে আনা হয়েছে। নিমিষে এই ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু আমার অনুমতি নেওয়া হয়নি। আমি মনে করি একটি অপরাধ। ব্যক্তিগত ছবি এভাবে প্রকাশ করা যায় না। এই নিয়ে আমি পুলিশের দ্বারস্থ হব এবং আইনি পদক্ষেপ নেব।"
সম্প্রতি রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় তথ্য অনুসন্ধানের জন্য পুলিশের তরফ থেকে একটি দল তৈরি করা হয়েছে। তাঁর মাথায় আছেন একজন আইপিএস আধিকারিক। লালবাজারের তরফে রাজভবনে যাবতীয় সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছিল। আর সেই মতই আজ রাজভবনের তরফ থেকে এক ঘণ্টার বেশি একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে । সেখানে ওই মহিলার ছবিও আছে।