আসানসোল, 22 জানুয়ারি: আসানসোলের সিবিআই আদালতে কয়লাপাচার মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ কিন্তু, প্রথমদিনে আদালতে উপস্থিত থেকেও সাক্ষী দিলেন না রাষ্ট্রায়ত্ত্ব কোল ইন্ডিয়ার দুই আধিকারিক ৷ যার জেরে কোল ইন্ডিয়ার তরফে যে নয়জন আধিকারিকের বিরুদ্ধে তদন্তের অনুমতি দেওয়া হয়েছিল, সেই স্যাংকশন অথরিটির পক্ষে সাক্ষ্যদান পিছিয়ে গেল ৷ পরবর্তী সাক্ষ্যদানের তারিখ আগামী 21 জানুয়ারি ৷
উল্লেখ্য, 2024 সালের 10 ডিসেম্বর সিবিআই আদালতে কয়লাপাচার মামলায় চার্জ গঠন হয়েছে ৷ সেখানে কোল ইন্ডিয়ার অভিযুক্ত নয়জন আধিকারিকের বিরুদ্ধে চার্জ গঠনের পর বিচার শুরু হয়েছে ৷ তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বিচারের অনুমতি বা স্যাংকশন দিয়েছিল ৷ তাই স্যাংকশন অথরিটির তরফে তাঁদের দেওয়া বিচারের অনুমতি প্রমাণের জন্য সাক্ষ্য গ্রহণ করতে হত ৷ কিন্তু, দিল্লি ও কলকাতা থেকে যে দুই আধিকারিককে কোল ইন্ডিয়া পাঠিয়েছিল, তাঁরা সাক্ষ্য প্রদান করেননি ৷
এ নিয়ে অভিযুক্ত পক্ষের আইনজীবী অভিযোগ করেছেন, কোল ইন্ডিয়ার ওই দুই আধিকারিকের কাছে এই মামলার বিষয়ে কোনও তথ্য নেই ৷ ফলে তাঁরা আদালতে কোনও বয়ান বা সাক্ষ্য় দেননি ৷ এ নিয়ে আইনজীবী শেখর কুন্ডু বলেন, "একটা সিবিআই মামলার প্রাথমিক জিনিস বা বুনিয়াদটা হল স্যাংকশন ৷ তার যদি স্যাংকশন না-থাকে, তা হলে গোটা মামলাটা শেষ হয়ে যায় ৷ দু’জন এসেছিলেন স্যাংকশন অথরিটির হয়ে সাক্ষ্যদান করতে ৷ দু’জনকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ক্ষমতা দিয়েছিল স্যাংকশটা প্রমাণ করার ৷ আমার দৃষ্টিভঙ্গিতে, ওঁরা প্রসিকিউশনের তরফে খুব একটা ভালো বলেছেন, তা মনে হয়নি ৷ তাহলে ধরে নিতে হবে, ওঁরা ব্যর্থ হয়েছেন ৷ বুনিয়াদটাই ফেল করেছে ৷"
সিবিআই আদালতে মোট তিনটি চার্জশিট জমা দিয়েছিল কয়লাপাচার-কাণ্ডে ৷ সেখানে মোট 50 জনের নাম উল্লেখ করা হয় ৷ যাঁদের মধ্যে কয়লাপাচার-কাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্র এখনও পলাতক ৷ তাঁকে গ্রেফতার করা যায়নি বলে, সিবিআই বিনয়কে পলাতক হিসাবে দেখিয়েছে ৷ আর শুনানি চলাকালীন আরেক অভিযুক্তের মৃত্যু হয় ৷ ফলে মোট 48 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে ৷
উল্লেখ্য, 48 জনের মধ্যে তিনজন অর্থাৎ, বিকাশ মিশ্র, অনুপ মাজি ওরফে লালা এবং রত্নেশ্বর ভার্মার নামে আলাদা-আলাদা চার্জ গঠন করতে বলা হয়েছে ৷ এর বাইরে তিনধাপে চার্জ গঠন হবে ৷ যেখানে একসঙ্গে 23 জন, 9 জন সরকারি কর্মী ও 12টি সংস্থার বিরুদ্ধে সেই তিনটি চার্জ গঠন করতে বলা হয়েছে ৷
উল্লেখ্য, কয়লাপাচার মামলায় 12 জনকে গ্রেফতার করেছিল সিবিআই ৷ তাঁদের মধ্যে 9 জনের বিরুদ্ধে চার্জ গঠন ও তদন্তের অনুমতি দিয়েছে মামলাকারী ইসিএল ৷ তাঁরা কোনও না-কোনও সময় ইসিএলের সদর দফতর, ইসিএল এরিয়া কিংবা ইসিএলে সিআইএসএফ ও নিরাপত্তাবাহিনীতে কর্মরত ছিলেন বা আছেন ৷ ওই নয়জন হলেন, তন্ময় দাস, সুশান্ত বন্দ্যোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, সুভাষচন্দ্র মৈত্র, মুকেশ কুমার, অভিজিৎ মল্লিক, দেবাশিস মুখোপাধ্যায়, অমিতকুমার ধর এবং নরেশ সাহা ৷
এজলাসে তাঁদের হয়ে দুই আইনজীবী শেখর কুন্ডু এবং সোমনাথ চট্টরাজ দুই স্যাংকশনিং অথরিটির আধিকারিকদের নানা প্রশ্ন করেন ৷ কিন্তু আইনজীবীদের দাবি, প্রশ্নের তেমন কোনও সদুত্তর ওই আধিকারিকরা দিতে পারেননি ৷ তাঁরা শুধু জানান, যা করেছেন, তা উর্ধ্বতন আধিকারিকদের নির্দেশ পালন মাত্র ৷ আগামী 21 জানুয়ারি ফের স্যাংকশনিং অথরিটি-র সাক্ষ্য গ্রহণ করা হবে ৷