কলকাতা, 31 জুলাই: আবারও শহরে অঙ্গদানের নজির ৷ আলিপুরদুয়ারের কুমকুম চক্রবর্তীর সৌজন্যে জীবনদান পেলেন চার জন ৷ অঙ্গদানের পাশাপাশি দেহদানও করেছে কুমকুম চক্রবর্তীর পরিবার ৷ ওনার ছেলের কথায়, মায়ের বিষয় ছিল পদার্থবিজ্ঞান । আধুনিক ছিল চিন্তাভাবনা ৷ মায়ের ইচ্ছা ছিল, তাঁর মৃত্যুর পর দেহদান করতে ৷ কিন্তু এই বিষয়ে আমরা কথা খুব একটা বলতাম না ৷ তবে মায়ের ইচ্ছে থাকায় আমি এবং আমার বোন সিদ্ধান্ত নিয়েছি দেহ এবং অঙ্গদানের ।
66 বছর বয়সি কুমকুম চক্রবর্তীর একটি কিডনি দেওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে । অন্য আরেকটি কিডনি গিয়েছে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে । এছাড়াও ওনার ত্বক ও কর্ণিয়া দেওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে । এছাড়াও দেহ দান করা হয়েছে এসএসকেএম হাসপাতালের অ্যানাটমি বিভাগে ৷