পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বান্ধবীকে সঙ্গে নিয়ে প্রেমিককে প্রকাশ্যে ছুরি মেরে খুন মহিলার, ধরা পড়ল সিসিটিভিতে - WOMAN KILLS LOVER

পুলিশের প্রাথমিক অনুমান, সম্পর্কে টানাপোড়েনের জেরে বান্ধবীকে সঙ্গে নিয়ে প্রেমিককে খুন করেছেন মহিলা ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশের ৷ অপর মহিলাকে চলছে জিজ্ঞাসাবাদ ৷

Woman Kills Lover
প্রতীকী ছবি (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2024, 5:17 PM IST

ভদ্রেশ্বর, 19 অক্টোবর: কয়েক বছরের মধ্যে প্রেমের সম্পর্কে তিক্ততা । নিজেদের মধ্যে ঝামেলার জেরেই প্রেমিককে ছুরি মেরে খুনের অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে । গোটা ঘটনাটি ধরা পড়েছে রাস্তায় থাকা সিসিটিভিতে ৷

মৃত প্রেমিকের নাম তাপস প্রামাণিক (46) । ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে ভদ্রেশ্বরের চাঁপদানি ডিভিসি খালধার খুঁড়িগাছি এলাকায় । ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মহিলাকে ৷ আটক তাঁর বান্ধবীও ৷ চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, "নিজেদের মধ্যে অশান্তির জন্য এই ঘটনা ৷ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ঘটনার সময় আরও এক মহিলা ছিলেন তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।"

প্রেমিককে প্রকাশ্যে ছুরি মেরে খুন মহিলার, ধরা পড়ল সিসিটিভিতে (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকমাস আগে তাপস প্রামাণিক রিষড়ার বাসিন্দা শবনম খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান । শবনম প্রেমের টানে স্বামীর ঘর ছেড়ে চাঁপদানিতে ভাড়া থাকতে শুরু করেন । সেখানে ভালোরকম যাতায়াত ছিল তাপসের । তবে কিছুদিন যেতে না যেতেই তাঁদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় । শনিবার ভোররাতে প্রেমিক তাপসের সঙ্গে ঝামেলা শুরু হয় শবনমের । বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় কথা কাটাকাটি চলে দু'জনের মধ্যে । সেসময় রাস্তায় ধারালো অস্ত্রের আঘাতে তাপসকে খুন করেন প্রেমিকা বলে অভিযোগ ৷

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে ৷ যদিও তার সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ ওই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তাপস, শবনম ও আরেক মহিলা সমেত তিনজন রাস্তা দিয়ে ঝগড়া করতে করতে যাচ্ছিল । তাঁরা ছাড়াও আরেকজন সাইকেল আরোহী উপস্থিত ছিলেন সেখানে । হঠাৎ করেই প্রেমিকের উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পরে মহিলা । সাইকেল আরোহী বিষয়টি দেখে দাঁড়িয়ে পড়েন । তাপস ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে সেখান থেকে সকলেই চলে যায় । পরে পুলিশ খবর পেয়ে তাপসকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যায় ৷ চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক ।

অভিযোগ, রাস্তায় নিজেদের মধ্যে বাকবিতণ্ডা হতে হতে মহিলা ছুরি চালিয়ে দেয় তাপসকে । এরপরই মৃত্যু হয় তাঁর । ভদ্রেশ্বর থানার পুলিশ এসে তাপসের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় । ঘটনার পর অভিযুক্ত মহিলা ও সঙ্গে থাকা মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, তাপস বিবাহিত । ওই এলাকায় ভাড়া থাকতেন তিনি । ভাঙাচোরা জিনিস বিক্রির কাজ করতেন । কয়েকমাস আগে প্রেমের টানে শবনম স্বামীকে ছেড়ে খুঁড়িগাছিতে একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন । সেখানে আসা যাওয়া ছিল তাপসের ৷ বেশিরভাগ দিন মদ্যপান করতেন তিনি । সেখান থেকেই ঝামেলা শুরু হয় দু'জনের মধ্যে । আজ ভোর রাতে রাস্তায় তাপস ও শবনমের মধ্যে সেই ঝামেলা চরম আকার নেয় । তারপরেও ঘটে এ দিনের ঘটনা ৷

স্থানীয় কাউন্সিলর ও চাঁপদানি পুরসভার চেয়ারম্যান সুরেশ সাউ বলেন, "যে মারা গিয়েছে তাঁর আগের স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছে । এখন এই মহিলার সঙ্গে সম্পর্কে ছিল । গতকাল বিকাল থেকে নিজেদের মধ্যে গন্ডগোল চলছিল । তারপর আজ ভোর রাতে এই ঘটনা ঘটে । পুলিশ অভিযুক্তকে ধরেছে । আইনানুযায়ী ব্যবস্থা নেবে ।"

ABOUT THE AUTHOR

...view details