পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাফিয়াদের বেআইনি নির্মাণ ! নিজের জমি বাঁচাতে গিয়ে 3 মেয়ে-সহ আক্রান্ত বিধবা

আদালতের নিরষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল ও নির্মাণ কাজ করার অভিযোগ ৷ বাধা দিলে মহিলা এবং তাঁর মেয়েদের মারধরের অভিযোগ ৷

LAND GRABBING IN MALDA
জমি দখল আটকাতে গিয়ে তিন মেয়ে-সহ আক্রান্ত মহিলা ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2024, 7:15 PM IST

মালদা, 13 নভেম্বর: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থেকে বারদুয়ারি যাওয়ার রাস্তায় একটি পেট্রল পাম্পের পাশে 4 বিঘা জমি ৷ এক বিধবা নিজেকে সেই জমির মালিক বলে দাবি করেছেন ৷ আর সেই জমি জবরদখল করে নির্মাণের অভিযোগ মাফিয়াদের বিরুদ্ধে ৷ আজ সেই নির্মাণ কাজে বাধা দিতে গেলে মহিলা এবং তাঁর তিন মেয়েকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠল দখলকারীর বিরুদ্ধে ৷

16 বছর আগে মহিলার স্বামী মারা গিয়েছেন, হরিশ্চন্দ্রপুর থেকে বারদুয়ারি যাওয়ার রাস্তার ধারে চার বিঘা জমি ছিল তাঁরই ৷ স্বামীর অবর্তমানে সেই জমির মালিক মহিলা নিজে ৷ তাঁর অভিযোগ, সেই জমির উপর মাফিয়াদের নজর পড়েছিল ৷ নানা উপায়ে সেই জমি দখল করে নেওয়ার অভিযোগ ওঠে মাদা রজক, বেচন, সূজন, দিল মহম্মদ, মনিরুল ইসলাম, সাদিকুল ইসলামেরর বিরুদ্ধে ৷ এমনকি নির্মাণ কাজও শুরু হয়ে যায় ৷

নিজের জমি ফেরত পেতে পুলিশ প্রশাসন থেকে শুরু করে ভূমি ও ভূমি সংস্কার দফতরে একাধিকবার আবেদন জানান মহিলা ৷ অভিযোগ, তাতে কোনও কাজ হয়নি ৷ শেষ পর্যন্ত তিনি আদালতের দ্বারস্থ হন ৷ আদালত ওই জমিতে নির্মাণকাজে স্থগিতাদেশ জারি করে ৷ কিন্তু, আদালতের নির্দেশ উপেক্ষা করেই নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন মহিলা ৷ এরপর আজ তাঁর তিন মেয়েকে নিয়ে ঘটনাস্থলে যান তিনি ৷

অভিযোগ, নির্মাণকাজ যাতে কেউ দেখতে না-পায়, তাই টিন দিয়ে জমি বাইরে থেকে ঘিরে দেওয়া হয় ৷ বুধবার সকালে সেই আবরণ খুলে দেওয়ার চেষ্টা করেন মহিলা এবং তাঁর তিন মেয়ে ৷ কিন্তু, মাফিয়ারা তাঁদের টেনে হিঁচড়ে সেখান থেকে বের করে দেয় বলে অভিযোগ ৷ মেয়েদের নিয়ে তিনি ফের পুলিশের দ্বারস্থ হয়েছেন ৷

এ নিয়ে মাফিয়াদের দাবি, জমিটি তাঁদের ৷ ওই মহিলাই নানাভাবে সেই জমি দখল করার চেষ্টা করছেন ৷ এই গোটা ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ তৃণমূলের দাবি, কংগ্রেস আশ্রিত মাফিয়ারাই ওই বিধবার জমি দখল করার চেষ্টা করছে ৷ অন্যদিকে কংগ্রেসের বক্তব্য, এসব তৃণমূলের সংস্কৃতি ৷

মহিলা অভিযোগ করেছেন, "জমি মাফিয়ার দল আমার সব জমি দখল করে রেখেছে ৷ জমির সমস্ত কাগজপত্র আমার নামেই রয়েছে ৷ এখানে দু’টি দাগে চার বিঘা জমি রয়েছে আমার ৷ 37 নম্বর দাগে আড়াই বিঘা আর 36 নম্বর দাগে দেড় বিঘা জমি রয়েছে ৷ থানা আর ভূমি সংস্কার দফতরে অভিযোগ করেছি অনেক আগেই ৷ কিন্তু কেউ কোনও ব্যবস্থা নেয়নি ৷ শেষ পর্যন্ত আমি আদালতে মামলা করেছি ৷ আদালত গোটা জমির উপর ইনজাংশন জারি করেছে ৷ কিন্তু, তার পরেও মাফিয়ারা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে ৷ কেউ যাতে দেখতে না-পায়, তার জন্য টিনের বেড়া দিয়ে ঘিরে রেখেছে ৷"

জমি দখলে অভিযুক্ত দিল মহম্মদের দাবি, “আমাদের টিনের পাঁচিল পড়ে গিয়েছিল ৷ সেটাই আমি দাঁড় করিয়েছি ৷ এই জায়গা আমার ৷ আমি জানি, এই জমিতে কোর্টের ইনজাংশন রয়েছে ৷ তাই কোনও নির্মাণ কাজ করিনি ৷ শুধু পড়ে যাওয়া টিনের বেড়া তুলেছি, যতটা জমি আমার দখলে আছে ৷ এখানে আমি কোনও কাজ করব না ৷ ওই মহিলা অবৈধভাবে নিজের নামে জমি রেকর্ড করে নিয়েছেন ৷ আমিও চাই, ভূমি ও ভূমি সংস্কার দফতর এই জমি মেপে যথাযথ পদক্ষেপ করুক ৷"

ABOUT THE AUTHOR

...view details