পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাটছে নিম্নচাপ, বছর শেষে মিলল শীত ফেরার পূর্বাভাস - WEST BENGAL WEATHER FORECAST

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিগত কয়েকদিন ধরে পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের দাপট চলছিল ৷ ফলে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ছিল মেঘলা আকাশ ৷

WEST BENGAL WEATHER FORECAST
কী বলছেন আবহাওয়াবিদরা ? (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2024, 7:58 AM IST

কলকাতা, 31 ডিসেম্বর:বছর শেষে শীত ফেরার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ বঙ্গে উত্তুরে হাওয়ার প্রবেশে বাধার সৃষ্টি করেছিল ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই দুইয়ের প্রভাব ক্রমশ কমছে ৷ ফলে শীতের আমেজে বর্ষবরণ উৎসব পালন করা সম্ভব হতে পারে ৷ অবশ্য, জাঁকিয়ে ঠান্ডার কোনও সম্ভাবনা এখনও নেই ৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিগত কয়েকদিন ধরে পশ্চিমী ঝঞ্ঝার দাপট চলছিল ৷ ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ছিল মেঘলা আকাশ ৷ তবে এবার সরে যাচ্ছে ঝঞ্ঝা ৷ সেই কারণে মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ সামান্য নামবে বলে জানালেন আবহাওয়াবিদরা ৷

এই মুহূর্তে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2-4 ডিগ্রি সেলসিয়াস উপরে রয়েছে ৷ আগামী 2 দিনে সর্বনিম্ন তাপমাত্রা 2-3 ডিগ্রি কমতে পারে ৷ বছরের প্রথম দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির ঘরে নামতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ৷ মঙ্গলবার ও বুধবার পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে ৷ তবে ভোরের দিকে কুয়াশার দাপট থাকতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ৷

অন্যদিকে, ঘন কুয়াশায় বর্ষবরণ হবে উত্তরবঙ্গে ৷ দৃশ্যমানতা বেশ খানিকটা কমতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের ৷ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর কুয়াশায় ঢাকা থাকবে । বাকি জেলাগুলিতে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা 200 মিটারের কম থাকার সম্ভাবনা রয়েছে ৷ কোথাও কোথাও 50 মিটারেও নেমে আসতে পারে দৃশ্যমানতা ৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷ সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চা তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 0.8 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 3.8 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ 88 শতাংশ ও সর্বনিম্ন 58 শতাংশ ৷

পড়ুন:ঘূর্ণাবর্তে থমকে শীত, বঙ্গে পারদ পতনের সম্ভাবনা ফের কবে ?

ABOUT THE AUTHOR

...view details