পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলার আকাশে মেঘের ঘনঘটা, সরস্বতী পুজোয় 'কাঁটা' হয়ে উঠতে পারে বৃষ্টি - saraswati puja 2024

West Bengal Weather: আগামিকাল বসন্ত পঞ্চমী ৷ বাঙালির ভ্যালেনটাইনস ডে ৷ এদিকে শীতের শেষে বাংলার আকাশ মেঘলা ৷ সরস্বতী পুজোয় আবহাওয়া নিয়ে কী বলছে হাওয়া অফিস ?

ETV Bharat
সরস্বতী পুজোয় ভিজবে তিলোত্তমা

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 6:47 AM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: সরস্বতী পুজোয় ভিজতে পারে বাংলা ৷ আজ বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ সৃষ্টি হতে চলেছে ৷ এর জেরে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং বিহার লাগোয়া জেলাগুলির উপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে ৷ এর ফলেই 13, 14, 15 অর্থাৎ আজ-কাল-পরশু- এই তিনদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

মঙ্গলবার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে ৷ আগামিকাল, বুধবার সরস্বতী পুজোর দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ৷ বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ পরশু দিন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আর বৃষ্টি হবে না ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ ও আগামিকাল অর্থাৎ মঙ্গল ও বুধবার সরস্বতী পুজোর দিন দুই দিনাজপুর এবং মালদহে বৃষ্টি হতে পারে ৷ 15 তারিখ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে ৷

কলকাতার ক্ষেত্রে 14 তারিখ সরস্বতী পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা নেই ৷ তবে যদি বৃষ্টি হয়, তা বেলার দিকে বা সন্ধ্যায় হতে পারে ৷ এর পরদিন অর্থাৎ 15 ফেব্রুয়ারি কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ তাপমাত্রা আগামী দুই-তিন দিন 2-3 ডিগ্রি বাড়বে ৷ 15 তারিখ বৃষ্টি না-হওয়া পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ তারপর থেকেই তাপমাত্রা বাড়তে থাকবে ৷

ইতিমধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রির ঘরে রয়েছে ৷ আগামী সপ্তাহে তা 30 ডিগ্রির ঘরে চলে যাবে ৷ সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.1 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন দু'টিই স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ এবং সর্বনিম্ন 40 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 ডিগ্রি এবং 19 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. 'শাহজাহান-শিবু গ্রেফতার না হলে অত‍্যাচার আরও বাড়বে', রাজ্যপালের সামনে ক্ষোভ প্রকাশ মহিলাদের
  2. সন্দেশখালিকাণ্ডে নয়া নাটক! জামিনের পরই ফের গ্রেফতার উত্তম-বিকাশ
  3. নিকাশিনালা কাটার কাজ দেখতে গিয়ে মাটি ধসে 4 শিশুর মৃত্যু, চাঞ্চল্য চোপড়ায়

ABOUT THE AUTHOR

...view details