পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বঙ্গীয় শীতে বাধা ঘূর্ণিঝড় ফেঙ্গল ! মেঘলা আকাশ, বাড়বে রাতের তাপমাত্রা

মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আগামী 24 ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে যার জেরে বাধা পড়তে পারে বঙ্গের পারদ পতনে ৷

West Bengal Weather Forecast
রাজ্যে শীতের কাঁটা নতুন ঘূর্ণিঝড় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2024, 7:29 AM IST

কলকাতা, 27 নভেম্বর: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিনত। মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আগামী 24 ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে । তার অভিমুখ শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ফেঙ্গল (Cyclone Fengal) ৷ এই ঝড়ের নাম দিয়েছে সৌদি আরব। তবে দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপের তেমন প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়। তবে এর জেরে সপ্তাহান্তে হালকা বৃষ্টির ছোঁয়া পাবে উপকূলবর্তী জেলাগুলি।

বঙ্গজুড়ে এখন মনোরম শীতল আবহাওয়া। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের পাঁচটি পার্বত্য জেলায় ঠান্ডার আমেজ বেশি। দার্জিলিংয়ে গতকাল এবং আজ শিলাবৃষ্টি হতে পারে। অর্থাৎ, বৃষ্টি দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। আপাতত শীতের আমেজ থাকছে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নভেম্বরে নেই, একথা আগেও বলেছিলেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। বঙ্গে সরাসরি সাগরে ঘনীভূত দূর্যোগের প্রভাব না পড়লেও তিনি জানিয়েছেন পারদ পতনের যে ঝোঁক দেখা যাচ্ছিল তা কিছুটা ধাক্কা খাবে। সাগরের ঘনীভূত দূর্যোগের থেকে এই রাজ্যের উপকুলের দূরত্ব অনেক বেশি। তবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে।

এই নিম্নচাপের তেমন প্রভাব সরাসরি পড়ছে না বাংলায় (ইটিভি ভারত)

হাওয়া অফিসের পূর্বাভাস মতো বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রাজ্যের দু-এক জেলায়। আগামী 24 ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। পরবর্তী 24 ঘণ্টাতেও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত শুষ্ক আবহাওয়া।

30 নভেম্বর শনিবার বৃষ্টির সম্ভাবনা উপকূলে। সপ্তাহান্তে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার মতো উপকূলের জেলাতে। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম হলেও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা মেঘের সঞ্চার হতে পারে। মেঘলা আকাশে দিনের তাপমাত্রা কমলেও বাড়বে রাতের তাপমাত্রা।

মঙ্গলবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 88 শতাংশ, সর্বনিম্ন 49 শতাংশ। বৃষ্টিপাত হয়নি। আজ বুধবার দিনের আকাশ পরিষ্কার । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি এবং 17 ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন
শিয়ালদা-এসপ্ল্যানেড সুড়ঙ্গের কাজ শেষ পর্যায়ে, দুর্গাপুজোতে মেট্রো চালুর সম্ভাবনা
উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, পদত্যাগ তদন্ত কমিটির প্রধানের

ABOUT THE AUTHOR

...view details