কলকাতা, 13 ফেব্রুয়ারি: কুয়াশাচ্ছন্ন ভোর। বেলাতে আকাশ পরিষ্কার হলেও হঠাৎ করে ধোঁয়াশা পরিস্থিতি। শীত বিদায়ে গরমের প্রবেশের যাবতীয় পরিস্থিতি সম্পূর্ণ। বৃহস্পতিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 22 ডিগ্রির আশেপাশে থাকবে।
যদিও আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামিকাল, শুক্রবার থেকে ফের নামবে সর্বনিম্ন তাপমাত্রা। ফিরবে শীতের আমেজ। তবে কমকনে শীত আর নয়। দুয়ারে বসন্ত, তাই বিদায় ঠান্ডা। প্রস্তুতি গরমের। রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে কুয়াশার সম্ভাবনা বাড়বে।
কুয়াশাচ্ছন্ন ভোর, রোদের তাপ বেলায় যথেষ্ট গায়ে লাগলেও সূর্য ডোবার পরে হালকা ঠান্ডা রয়েছে। যদিও বাইরে বেরোলে বা ফিরে এলে হালকা করে ফ্যান চালালে অসুবিধা হচ্ছে না। আবহাওয়ার এই পরিবর্তনের পিছনে উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব। আজ সকালে ঘন কুয়াশার সতর্কতা জারি থাকছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ঘন কুয়াশার সম্ভাবনা। দৃশ্যমানতা বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় 200 মিটারের নীচে।